Wednesday, December 3, 2025

ডায়মন্ডহারবার এফসি আইলিগে, শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

লক্ষ্য পূরণের আরও একধাপ কাছে পৌঁছে গেল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। আইলিগের(I LEAGUE) জন্য যোগ্যতা অর্জন করল ডায়মন্ডহারবার। এ যেন স্বপ্নের দৌড়। আইলিগে পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(ABHISHEK BANERJEE)। সময় যত এগোচ্ছে ভারতীয় ফুটবলের মানচিত্রে ক্রমশই নিজেদের আরও প্রবল করে তুলছে এই দলটি। গোটা শহর যখন আইএসএলের ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত, সেই মুহূর্তেই আইলিগের যোগ্য অর্জন করে ফেলল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। মাত্র তিনবছরের মধ্যে সিএফএল ফার্স্ট ডিভিশন থেকে আইলিগ। আইএসএলের(ISL) থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে তারা।

আসন্ন মরসুমে বাংলার থেকে একমাত্র দল হিসাবে আইলিগের মঞ্চে নামতে চলেছে কেভু ভিকুনার ছেলেরা। দলের এমন সাফল্য দেখে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(ABHISHEK BANERJEE)। সোশ্যাল মিডিয়াতে তিনি শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, “এই মুহূর্তটা আনন্দের এবং গর্বের। তবে শুধুমাত্র আমার একার জন্য নয়, ডায়মন্ডহার পরিবার সহ সমর্থকদের জন্য। আইলিগে যোগ্যতা অর্জন করাটা আমাদের খেলোয়াড়দের শৃঙ্খার পরিচয়ের পাশাপাশি কোচের দায়বদ্ধতা এবং সাপোর্ট স্টাফদের পরিশ্রমের পরিচয়। সেইসঙ্গে আমাদের স্পনসরদের বিশ্বাস এছাড়া সর্বোপরি আমাদের মানুষ জনের ভালবাসা এবং প্যাশন”।

তিনি আরও লেখেন, “সিএফএল প্রথম ডিভিশন থেকে সিএফএলের প্রিমিয়ার ডিভিশন। সেখান থেকে আইলিগ-৩ চ্যাম্পিয়ন ও আইলিগ-২। আর এখন আইলিগ। মাত্র তিনবছরে এই যাত্রাটাই বলে দেয় যে আমাদের দল কতটা অসাধারণ। আইলিগের মঞ্চে আমাদের পা দেওয়া  মানে, এখন আইএসএলের থেকে আর মাত্র একধাপ দূরে আমরা”।
https://x.com/abhishekaitc/status/1910670361860993441

আইলিগ টু-এর মঞ্চে এদিন স্পোর্টিং অ্যাকাডেমি ক্রিরুরের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। লড়াইটা শুরু থেকেই বেশ হাড্ডহাড্ডি ছিল। সেখানেই অবশ্য শেষ হাসি হাসেন কিবু ভিকুনাই।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-প্রতিআক্রমণের খেলা হলেও গোল করতে পারেনি কোনও দল। তবে দ্বিতীয়ার্ধে আর বেশি অপেক্ষা করতে হয়নি ডায়মন্ডহারবার এফসিকে। ম্যাচের এক ঘন্টার মাথায় পিন্টু মাহাতোর(PINTU MAHATO) প্রথম গোল। এর বেশ কিছুক্ষণের মধ্যেই সুরোদীপ হাজরার গোলে জয় নিশ্চিত করে ফেলে ডায়মন্ডহারবার এফসি। সেইসঙ্গে আইলিগেও নিশ্চিত করে ফেলল নিজেদের জায়গা।

spot_img

Related articles

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...