Monday, August 25, 2025

চা-শ্রমিকদের দাবি আদায়ে পদক্ষেপ! শিলিগুড়ি পিএফ অফিস ঘেরাওয়ের ডাক ঋতব্রতর

Date:

মোদির কথা, বনাম দিদির কাজ ধরে ফেলেছেন চা-শ্রমিকেরা। ভোট এলেই মোদি সরকারের প্রতিস্রুতিতে শ্রমিকরা আর ভুলবেন না। তাঁরা ন্যায্য দাবি আদায় করেই ছাড়বেন। এবার তরাই অঞ্চলের শ্রমিকদের জন্য ঘেরাও হবে শিলিগুড়ির পিএফ অফিস। দাবি না মেটা পর্যন্ত আইএনটিটিইউসির আন্দোলন থামবে না। শুক্রবার জলপাইগুড়ির পিএফ অফিসের সামনে শ্রমিকদের দাবি আদায়ের অবস্থান থেকে এভাবেই পরবর্তী আন্দোলনের ডাক দিলেন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি সংসদে তোলা ঋতব্রতর প্রশ্নে কেন্দ্রের মিথ্যা জবাবের প্রসঙ্গ তুলেও এদিন তিনি ঝাঁঝালো ভাষায় আক্রমণ শাণিয়েছেন। অবস্থানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটকও। তিনিও এদিন কেন্দ্রের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, নিরীহ শ্রমিকদের বঞ্চনা করে চলেছে কেন্দ্র। গালভরা প্রতিস্রুতি দিয়ে শ্রমিকদের ঠকানো হয়েছে। তবে শ্রমিকদের পাশে আছে রাজ্যসরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় আছেন। তাঁর উদ্যোগে শ্রমিকদের উন্নয়ন চলবে। এদিন মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত হয় জলপাইগুড়ি শহরের বুকে। তৃণমূল চা বাগান ইউনিয়ন নেতা সঞ্জয় কুজুরের নেতৃত্বে এদিন প্রচুর চা-বাগান শ্রমিক শান্তিপূর্ণভাবে মিলিত হয় এই প্রতিবাদ মিছিলে। অবস্থানে ছিলেন মন্ত্রী বুলু চিক বরাইক, প্রকাশ চিক বড়াইক, মহুয়া গোপ, নির্জল দে প্রমুখ। ঋতব্রত এদিন আরও বলেন, চা বাগানের জমির মালিক রাজ্য সরকার তাই কেন্দ্র সরকার ভাঁওতা দিয়ে বললে চলবে না। চা বাগান শ্রমিকদের কোটি কোটি টাকা বাকি পড়ে আছে পিএফের এই বিষয়ে রাজ্য শ্রম দফতর থেকে বারবার চিঠি করেও মেলেনি উত্তর। ১০ কোটি টাকা যদি বাকি পড়ে থাকে তবে কেন্দ্র বলছে ১ কোটি টাকা বাকি আছে আসল কথা ওরা লুকচ্ছে। কিছু অসাধু চা বাগান মালিকদের সাথে পিএফ অফিসের কিছু অসাধু কর্মীর যোগ নিশ্চয়ই রয়েছে তার জন্য তৈরি হয়েছে ঘুঘুর বাসা তাদের মদতেই এই সমস্ত ঘটনা ঘটছে। উল্লেখ্য, ৮ এপ্রিল শুরু হওয়া পদযাত্রা ও গেট মিটিংয়ের শেষ দিন ছিল শুক্রবার। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির সমস্ত শ্রমিকরা মিলিত হয়েছিলেন অবস্থানে। শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুন – শিক্ষকদের বিক্ষোভে ফায়দা তোলার চেষ্টা! অভিজিৎ পৌঁছতেই শুনলেন ‘গে ব্যাক’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version