Thursday, December 18, 2025

চা-শ্রমিকদের দাবি আদায়ে পদক্ষেপ! শিলিগুড়ি পিএফ অফিস ঘেরাওয়ের ডাক ঋতব্রতর

Date:

Share post:

মোদির কথা, বনাম দিদির কাজ ধরে ফেলেছেন চা-শ্রমিকেরা। ভোট এলেই মোদি সরকারের প্রতিস্রুতিতে শ্রমিকরা আর ভুলবেন না। তাঁরা ন্যায্য দাবি আদায় করেই ছাড়বেন। এবার তরাই অঞ্চলের শ্রমিকদের জন্য ঘেরাও হবে শিলিগুড়ির পিএফ অফিস। দাবি না মেটা পর্যন্ত আইএনটিটিইউসির আন্দোলন থামবে না। শুক্রবার জলপাইগুড়ির পিএফ অফিসের সামনে শ্রমিকদের দাবি আদায়ের অবস্থান থেকে এভাবেই পরবর্তী আন্দোলনের ডাক দিলেন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি সংসদে তোলা ঋতব্রতর প্রশ্নে কেন্দ্রের মিথ্যা জবাবের প্রসঙ্গ তুলেও এদিন তিনি ঝাঁঝালো ভাষায় আক্রমণ শাণিয়েছেন। অবস্থানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটকও। তিনিও এদিন কেন্দ্রের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, নিরীহ শ্রমিকদের বঞ্চনা করে চলেছে কেন্দ্র। গালভরা প্রতিস্রুতি দিয়ে শ্রমিকদের ঠকানো হয়েছে। তবে শ্রমিকদের পাশে আছে রাজ্যসরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় আছেন। তাঁর উদ্যোগে শ্রমিকদের উন্নয়ন চলবে। এদিন মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত হয় জলপাইগুড়ি শহরের বুকে। তৃণমূল চা বাগান ইউনিয়ন নেতা সঞ্জয় কুজুরের নেতৃত্বে এদিন প্রচুর চা-বাগান শ্রমিক শান্তিপূর্ণভাবে মিলিত হয় এই প্রতিবাদ মিছিলে। অবস্থানে ছিলেন মন্ত্রী বুলু চিক বরাইক, প্রকাশ চিক বড়াইক, মহুয়া গোপ, নির্জল দে প্রমুখ। ঋতব্রত এদিন আরও বলেন, চা বাগানের জমির মালিক রাজ্য সরকার তাই কেন্দ্র সরকার ভাঁওতা দিয়ে বললে চলবে না। চা বাগান শ্রমিকদের কোটি কোটি টাকা বাকি পড়ে আছে পিএফের এই বিষয়ে রাজ্য শ্রম দফতর থেকে বারবার চিঠি করেও মেলেনি উত্তর। ১০ কোটি টাকা যদি বাকি পড়ে থাকে তবে কেন্দ্র বলছে ১ কোটি টাকা বাকি আছে আসল কথা ওরা লুকচ্ছে। কিছু অসাধু চা বাগান মালিকদের সাথে পিএফ অফিসের কিছু অসাধু কর্মীর যোগ নিশ্চয়ই রয়েছে তার জন্য তৈরি হয়েছে ঘুঘুর বাসা তাদের মদতেই এই সমস্ত ঘটনা ঘটছে। উল্লেখ্য, ৮ এপ্রিল শুরু হওয়া পদযাত্রা ও গেট মিটিংয়ের শেষ দিন ছিল শুক্রবার। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির সমস্ত শ্রমিকরা মিলিত হয়েছিলেন অবস্থানে। শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুন – শিক্ষকদের বিক্ষোভে ফায়দা তোলার চেষ্টা! অভিজিৎ পৌঁছতেই শুনলেন ‘গে ব্যাক’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নয়াদিল্লির নির্দেশে বৃহস্পতিতে দিনভর রাজশাহী-খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ!

ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা কেন্দ্র (India Visa Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া...

এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছে কেন্দ্র: কনক্লেভে অভিযোগ মুখ্যমন্ত্রীর, ক্ষোভ GST নিয়েও

বাংলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

তৃণমূল কর্মী খুনে ১৫ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

হুগলীতে বাম আমলে তৃণমূল কর্মী (TMC Worker Marder Case) খুনে নয়া মোড়! কলকাতা হাইকোর্ট এবার রবীন ঘোষ হত্যাকাণ্ড...

বাংলায় নতুন করে আরও ১৫৮০০ কোটি টাকা বিনিয়োগ: ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

বৃহস্পতিবার  বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে বাংলার জন্য বড়সড় বিনিয়োগের ঘোষণা করলেন আরপিএসজি (RPSG) গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)।...