শিক্ষকদের বিক্ষোভে ফায়দা তোলার চেষ্টা! অভিজিৎ পৌঁছতেই শুনলেন ‘গে ব্যাক’

কেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি থাকাকালীন শিক্ষকদের চাকরি খেলেন, ধেয়ে আসে সেই প্রশ্ন। 'গো ব্যাক' স্লোগান

ছিলেন বিচারপতির আসনে। ২৬ হাজার চাকরি বাতিল মামলার তিনিই হোতা। শিক্ষক সমাজের পেটে লাথি মেরে তিনি যে পৈশাচিক উল্লাস প্রকাশ করেছিলেন, সেই ছবিও স্পষ্ট বঞ্চিত শিক্ষকদের সামনে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) রাজনৈতিক ফায়দা তোলার আশায় শুক্রবার বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে গেলে তাঁকে তাঁর জায়গা চিনিয়ে দেন অপেক্ষারত শিক্ষকরা। কোনওমতে রাজ্যের পুলিশের নিরাপত্তায় এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন অভিজিৎ।

সুপ্রিম কোর্টের নির্দেশের ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পরে হঠাৎই সমাধানের পথ দেখাতে মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। হাইকোর্টের বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সত্যিই ভাতে মারতে চেয়েছিলেন রাজ্যের ২৬ হাজার শিক্ষককে, তা সেই আমলের ভিডিওতেই স্পষ্ট। এরপর সমাধানের পথ বাৎলাতে আসা অভিজিৎকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, এখন উনি বলছেন ওনার নাকি সমাধান জানা আছে। সেটা নিয়ে তিনি চিঠি দিতে চান। সমাধান যখন জানা আছে তখন চাকরি খেয়েছিলেন কেন? আবার গর্বের সঙ্গে বলেছিলেন, কি ছিল তার ভাষা!

শুক্রবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ ভবনের সামনে গিয়ে তড়িঘড়ি উঠে পড়ার চেষ্টা করেন শিক্ষকদের মাইক দেওয়া গাড়িতে। তাতেই ক্ষেপে লাল চাকরি হারানো শিক্ষকরা। গাড়ি থেকে নেমে গেলেও তাঁকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়। কেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি থাকাকালীন শিক্ষকদের চাকরি খেলেন, ধেয়ে আসে সেই প্রশ্ন। ‘গো ব্যাক’ স্লোগান শুনতে শুনতে এলাকা ছাড়তে হয় তাঁকে।