Thursday, December 25, 2025

ম্যাকলরেন-কামিন্সের গোলে দ্বিমুকুট মোহনবাগানের, উচ্ছ্বাসে মাতোয়ারা সবুজ-মেরুন জনতা

Date:

Share post:

আইএসএলের(ISL) রং সবুজ-মেরুন(Green and Maroon)। জেমি ম্যাকলরেনের(Jamie Mclaren) দুরন্ত গোলে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট(mbsg)। গতবার হাবাস পারেননি। কিন্তু হোসে মোলিনা(Jose Molina) করে দেখালেন। যুবভারতীতে পিছিয়ে থেকেও এদিন দুর্ধর্ষ কামব্যাক। ইতিহাস তৈরি করল সবুজ-মেরুন ব্রিগেড। শিল্ড জেতার পর এবার আইএসএল ট্রফিটাও নিজেদের ঘরেই রাখল মোহনবাগান। রেফারির ফাইনাল বাঁশিটা শুধু বাজার অপেক্ষা ছিল। এরপরই মাঠে শুরু সেলিব্রেশন। ফুটবলাররা মাঠে। আর গ্যালারী তখন সবুজ-মেরুন আবির, মশালে উজ্জ্বল। আর গোটা মাঠ জুড়ে তখন একটাই আওয়াজ। “জয় মোহনহবাগান”

জেসন কামিন্স(Jason Cummings) সমতায় ফেরায় মোহনবাগানকে(MBSG)। তবে আসল  বাজিমাতটা করেন জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। কেন তিনি বিশ্বকাপার, সেটা বোধহয় এদিনের যুবভারতীতে(YBVK) ফের একবার বুঝিয়ে দিলেন। একটাই সুযোগ, আর সেটাই গোল। সেইসঙ্গেই যুবভারতী জুড়ে উচ্ছ্বাস সবুজ-মেরুন সমর্থকদের। ফাইনালের মঞ্চে নায়ক যে ম্যাকলরেন তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচে নামার আগে থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। চাপটা যে মোহনবাগান(MBSG) ফুটবলারদের ওপরই বেশি ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে মানসিকভাবে প্রস্তুত ছিলেন তারা। সেইসঙ্গে গ্যালারি থেকে দর্শকদের গর্জন। তবে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। যে সুযোগ গুলো এসেছিল, কাজে লাগাতে পারলে হয়ত এগিয়ে যেতেই পারত তারা। কিন্তু হয়নি।

বিরতির পরই আত্মঘাতি গোল অ্যালবার্তো রডরিগেজের। কিছুক্ষণের জন্য গোটা যুবভারতী যেন নিস্তব্ধ। তবে সেটা ছিল কিছুক্ষণের জন্য। এরপরই ম্যাকলরেনদের(Jamie Maclaren) তাঁতাতে শুরু করে সমর্থকরা। আক্রমণে ঝাঁঝ বাড়াতে শুরু করে মোহনবাগানও। মোলিনার ছক বদল। শুরু মুহূর্মুহু আক্রমণ। কখনও ম্যাকলরেন, তো কখনও কামিন্স। তো আবার স্টুয়ার্ট। বেঙ্গালুরুর(BFC) রক্ষণকে ক্রমশ চাপে ফেলতে থাকা তারা।   সেখানেই ম্যাকলরেনকে আটকাতে গিয়ে ভুল করে হ্যান্ডবল। মোহনবাগান পেনাল্টি পায়। জালে বল জড়াতে ভুল করেননি জেসন কামিন্স। সমতায় ফেরে মোহনবাগান। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে আর মোহনবাগানকে আটকে রাখতে পারেনি বেঙ্গালুরু রক্ষণ বাহিনি। জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) দুরন্ত শট, গুরপ্রীতের কিছুই করার ছিল না আর। এরপর শুধুই সকলের অপেক্ষা ছিল রেফারির শেষ বাঁশিটা বাজার।  অতিরিক্ত সময় শেষ হতেই দিমি, কামিন্সের স্টেনগান চালানো শুরু। আর গোটা মাঠ জুড়ে তখন একটাই আওয়াজ জয় মোহনবাগান।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...