ওয়াকফ বিরোধী আন্দোলনে অশান্তি অসমের শিলচরে, ‘বহিরাগত’ তত্ত্ব পুলিশের

কিছু বহিরাগত সেই প্রতিবাদ মিছিলের ভিতর ঢুকে পুলিশকে (Assam Police) লক্ষ্য করে ইট ছুঁড়তে (stone pelting) থাকে

ওয়াকফ বিরোধী আন্দোলনে লোক ঢুকিয়ে বাংলা অশান্তির পরিবেশ তৈরির অভিযোগে দুষ্ট বিজেপি। তারাই আবার উদাহরণ টেনেছিল অসমের (Assam), সেখানে না কি ওয়াকফ নিয়ে কোনও আন্দোলন নেই। এবার সেই অসমেই ওয়াকফ বিরোধী আন্দোলনে (WAQF Amendment Act) বহিরাগত ঢুকিয়ে দিয়ে অশান্তি। অসমের শিলচরে (Silchar) বহিরাগতদের অশান্তির কথা স্বীকার খোদ অসম পুলিশের। ঘটনায় আহত হয় বেশ কিছু পুলিশকর্মী। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

অসমের চাচর জেলার শিলচরে (Silchar) ওয়াকফ সংশোধনী আইনের (WAQF Amendment Act) বিরোধিতায় পুলিশের অনুমতি নিয়ে রবিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। চামড়াগুদাম, বেরেঙ্গা, পুরাতন লখিমপুর এলাকায় বের হয় মিছিল। পুলিশের দাবি বেরেঙ্গার নিউ রোড পয়েন্ট, পুরাতন লখিমপুরের কালিবাড়ি রোড এলাকায় কিছু বহিরাগত সেই প্রতিবাদ মিছিলের ভিতর ঢুকে পুলিশকে (Assam Police) লক্ষ্য করে ইট ছুঁড়তে (stone pelting) থাকে। ইটের ঘায়ে একাধিক পুলিশকর্মী জখম হয়। আহত হন বেশ কিছু বিক্ষোভকারীও।

এরপরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় ব়্যাফ (RAF)। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা ওয়াকফ আইনের বিরোধিতায় নেমেছিলেন। কিন্তু তাঁরা কোনও হিংসা চাননি। কারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে তা তাদের জানা নেই। পুলিশ (Assam Police) শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। পুলিশকে তাঁদের সমর্থনের কথাও জানান বিক্ষোভকারীরা।

সেখানেই তাঁদের প্রশ্ন, এক জায়গায় ৩০০ থেকে ৪০০ প্রতিবাদী জমায়েত করার সময় কোনও অশান্তি হয়নি। সেখানে কীভাবে ঢুকল বহিরাগতরা। তাহলে কী আন্দোলন ছত্রভঙ্গ করতে পরিকল্পিতভাবে কিছু লোককে ঢোকানো হয়েছিল, প্রশ্ন আন্দোলনকারীদের। হামলাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন আন্দোলনকারীরা জানিয়েছেন পুলিশের কাছে।