বিহার থেকে রূপ বদলে বাংলায়! অশান্তি ছড়ানোর চেষ্টা ধরে ফেললেন স্থানীয়রা

দ্বিতীয় দিন যখন ওই দুই যুবক গ্রামে আসে টাকা সংগ্রহ করতে তখনই তাদের ধরে গ্রামবাসীরা। পরিচয় পত্র (Identity card) দেখাতে বলাতেই ফাঁস হয় আসল সত্য

বিজেপি ও তার জোট সঙ্গী শাসিত রাজ্য থেকে ক্রমাগত বাংলায় অশান্তি তৈরির চেষ্টা জারি। কখনও বিহারের (Bihar) মাফিয়ারা এসে রাজ্যে অপরাধ সংঘটিত করছে। আবার কখনও অস্ত্র (arms) আসছে বিহার থেকে। আর এবার একেবারে রূপ বদলে বিহার থেকে বাংলায় এসে অশান্তি তৈরির চেষ্টা রুখে দিলেন আলিপুরদুয়ারের বাসিন্দারা। ফাঁস করে দিলেন কীভাবে রাজ্যে অপরাধ করে বাংলাকে বদনামের চেষ্টা নীতীশ কুমারের রাজ্যের বাসিন্দাদের।

আলিপুরদুয়ারে (Alipurduar) দুই যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। গাড়িতে উঠে ভাড়া না দিয়েই চলে যাওয়ার তাল করেছিল তারা। পরে মাথার ফেজ টুপি খুলে চুলের স্টাইল করতেই সন্দেহ হয় স্থানীয়দের। দ্বিতীয় দিন যখন ওই দুই যুবক গ্রামে আসে টাকা সংগ্রহ করতে তখনই তাদের ধরে গ্রামবাসীরা। পরিচয় পত্র (Identity card) দেখাতে বলাতেই ফাঁস হয় আসল সত্য।

মুসলিম পরিচয় দিয়ে গ্রাম থেকে অর্থ সাহায্য সংগ্রহ করছিল আশিস কুমার ও তার এক সঙ্গী। তাদের পরিচয়পত্রে স্পষ্ট লেখা, তারা বিহারের (Bihar) বাসিন্দা। গ্রামবাসীরা চেপে ধরতেই তারা স্বীকার করে পয়সা রোজগার করতে নাম পরিচয় বদল করে বাংলায় আসে তারা। এর পরই পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গ্রামবাসীদের দাবি, এই ধরনের যুবকদের তারা কোনভাবেই বিশ্বাস করেন না। যারা টাকার জন্য নাম পরিচয় বদলে ফেলতে পারে, তারা যে কোন অপরাধ ঘটাতে পারে। বিহার থেকে অস্ত্র (arms) এনে বা শার্প শুটার হিসাবে বাংলায় আশ্রয় নেওয়া বাসিন্দার নজিরও সাম্প্রতিককালে কম ধরা পড়েনি পুলিশের হাতে। এবার আরেক জালিয়াতির নজির ধরা পরল আলিপুরদুয়ারে।