Friday, November 14, 2025

সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে আগুন, নিরাপদেই রয়েছেন ক্রিকেটাররা

Date:

বড়সড় দূর্ঘটনা থেকে বাঁচলেন সানরাইজার্স হায়দরাবাদ(SRH) ক্রিকেটাররা। সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে হঠাৎই আগুন(FIRE) লাগে। ছতলাতেই ক্রিকেটাররা রয়েছেন। দোতলাতে আগুন লাগলেও, সেই আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে সেই হোটেলের বিভিন্ন প্রান্তে। যেখানে ক্রিকেটাররা ছিলেন সেখানেও ছড়ায় আগুন। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি সানরাইজার্স হায়দরাবাদ(SRH) ক্রিকেটারদের।

সঠিক সময়েই তাদের সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। একইসঙ্গে আগুনও দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসায় কোনওরকম বড় দূর্ঘটনা হয়নি। তবে এমন ঘটনায় যে ক্রিকেটাররা খানিকটা আতঙ্কে রয়েছে তা বলাই যায়। শোনাযাচ্ছে সকাল ৯টা নাগাদ নাকি দোতলার লবি এলাকাতে আগুন লাগে। খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। স্পায়েও ছড়ায় আগুন। তবে দমকল কর্মীদের চেষ্টা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসে।

শর্ট সার্কিট থেকেই নাকি আগুন লেগেছে বলে অনুমান করা হয়। আগুন লাগার ঘটনা ঘটার সঙ্গেই বেশিরভাগ ক্রিকেটারদের বাসে করে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়। নিরাপদেই রয়েছে সকলে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরই ক্রিকেটারদের আবার হোটেলে ফিরিয়ে নিয়ে আসা হয়।

আগামী ১৭ এপ্রিল আইপিএলে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের(MI)। তারা ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে এই ম্যাচে। একটানা চার ম্যাচ হারের পর শেষ ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই মুহূর্তে লিগ টেবিলে নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। মুম্বইও তাদের থেকে খুব একটা এগিয়ে নেই। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version