Thursday, August 28, 2025

স্বস্তি লখনউ সুপার জায়ান্টসের(LSG)। চোট সারিয়ে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফিরতে চলেছেন স্পীডস্টার ময়াঙ্ক যাদব(Mayank Yadav)। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। গতবারের আইপিএলে ১৫৭-এ বোলিং করে সকলকে চমকে দিয়েছিলেন অই তরুণ পেসার। শেষপর্যন্ত খানিকটা হলেও স্বস্তি ঋষভ পন্থদের(Rishabh Pant) শিবিরে। লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফিরতে চলেছেন তিনি।

এই বছরের শুরুর দিকেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই সময় ময়াঙ্ক যাদবকে(Mayank Yadav) নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আইপিএল শুরু হওয়ার আগেই তাঁর পরিবর্তে শার্দূল ঠাকুরকে(Shardul Thakur) দলে তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু বোলিং আক্রমণে তাঁকে না পাওয়াটা নিয়ে বেশ চিন্তায় রেখেছিল লখনউকে। এবার এনসিএর তরফ থেকে গ্রীন সিগন্যাল পাওয়ার পরই স্বস্তির আবহ সঞ্জীব গোয়েঙ্কার দলে।

এনসিএ-তেই রিহ্যাব সারছিলেন লখনউ সুপার জায়ান্টসের(LSG) এই তরুণ স্পীডস্টার। কিন্তু মাঠে নামতে পারছিলেন না। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা। তাঁর জায়গায় নতুন ক্রিকেটার নিলেও বেশ আশাবাদী ছিল এলএসজি ব্রিগেড। শোনাযাচ্ছে এনসিএ থেকে ইতিমধ্যেই নাকি ছাড়পত্র পেয়ে গিয়েছেন ময়াঙ্ক। এমনকি মঙ্গলবার নাকি লখনউ শিবিরে যোগও দিতে চলেছেন ময়াঙ্ক।

পরের ম্যাচে সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে লখনউ সুপারজায়ান্টস। সেই ম্যাচে অবশ্য নেই ময়াঙ্ক। পরের ম্যাচে ১৯ এপ্রিল মাঠে নামবে লখনউ। সেই ম্যাচেই নাকি খেলতে পারেন এই তরুণ ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version