Monday, November 3, 2025

মেহুল চোকসি গ্রেফতার বেলজিয়ামে, এবার কি প্রত্যর্পণ চাইবে মোদি সরকার 

Date:

Share post:

বিপুল অঙ্কের ঋণখেলাপি করে দেশছাড়া হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। ২০১৮ থেকে ২০২৫। সাত বছরে সে অর্থে মেহুল চোকসিদের দেশে ফেরানোর কোনও চেষ্টাই করেনি কেন্দ্রের সরকার। অবশেষে গ্রেফতার করা হয়েছে মেহুল চোকসিকে। এবার কি তাঁকে দেশের প্রত্যর্পণে উদ্যোগী হবে সরকার? সেটাই প্রশ্ন।

সূত্রের খবর, ভারতের অনুমোদন নিয়েই পলাতক হিরে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলজিয়াম। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বেলজিয়ামের জেলে রয়েছেন। তবে তাৎপর্যপূর্ণ যে, সরকারিভাবে মেহুল চোকসির গ্রেফতারের বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সিবিআই সূত্রে খবর, মেহুল চোকসি গ্রেফতারের পর জেলে ভাই যাতে রয়েছেন বেলজিয়ামে।

বিশেষ সূত্রে খবর, দিনকয়েক আগে স্ত্রী প্রীতির সঙ্গে বেলজিয়ামে যান মেহুল। তারপরেই কেন্দ্রের তরফে পলাতক ব্যবসায়ীকে গ্রেফতার করে দেশে ফেরাতে বেলজিয়ামের সঙ্গে যোগাযোগ করা হয়। ২০১৮ ও ২০২১ সালে মুম্বই আদালতের দুটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বেলজিয়াম পুলিশ তাঁকে আটক করে। গ্রেফতারের পর মেহুলের বর্তমান ঠিকানা জেল। এখন দেখার ভারত সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনতে পারে কি না। কেননা গ্রেফতারের পর চটজলদি জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন মেহুল। একাধিক শারীরিক সমস্যা দেখিয়েই জামিন চাইতে পারেন তিনি।

মোদি-রাজ্য গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি অভিযোগ ওঠে ২০১৮ সালে। তারপরই ঋণ খেলাপি করে দেশ ছেড়ে পালিয়ে যান মেহুল। এরপর বিভিন্ন দেশে পালিয়ে বেড়িয়েছেন। অ্যান্টিগা, বারবুডা, ডমিনিকা, নানা দেশে ঘাঁটি গাড়ার পর, বেলজিয়ামে গিয়ে তিনি ধরা পড়লেন। কেন্দ্রের দাবি, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, চিকিৎসার জন্য সে দেশে গেলেও পরে মেহুল চোকসি দেশ ছেড়ে চলে গিয়েছেন। ২০২১ সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরা পড়েছিলেন। সেবারও তাকে ফিরিয়ে আনা যায়নি। এখন দেখার বেলজিয়াম থেকে মেহুল চকসিকে প্রত্যর্পণ করা যায় কি না।

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...