Friday, November 7, 2025

বিনিয়োগ টানতে উদ্যোগ! শীঘ্রই ভারী শিল্পনীতি প্রণয়ন করতে চলেছে রাজ্য

Date:

রাজ্যে ভারী শিল্পে বিনিয়োগ টানতে নতুন উদ্যোগ নিচ্ছে নবান্ন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্য সরকার খুব শীঘ্রই একটি যুগোপযোগী ভারী শিল্পনীতি প্রণয়ন করতে চলেছে। শিল্প মহলের সঙ্গে পরামর্শ করেই তৈরি করা হবে এই নতুন নীতি।

বিধানসভার গত বাজেট অধিবেশনে রাজ্য সরকার ১৯৯৩ থেকে ২০১৩ সালের মধ্যে চালু হওয়া পুরনো ও অপ্রাসঙ্গিক হয়ে পড়া ৮টি ভারী শিল্প উৎসাহ প্রকল্প প্রত্যাহার করতে একটি বিল পাশ করায়। ওই বিলের উপর আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০-২৫ বছরে শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। আগে তথ্যপ্রযুক্তি নিয়ে এত চর্চা ছিল না, এখন এআই প্রযুক্তি সহ নানা নতুন দিশা যুক্ত হয়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ভাবনায় এগোতে হবে।”

এই লক্ষ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যারা এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেয়। সূত্রের খবর, সেই রিপোর্ট ইতিমধ্যেই সরকারের হাতে এসে পৌঁছেছে।

পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ১৭ এপ্রিল রাজ্য শিল্পোন্নয়ন নিগম (WBIDC) বিভিন্ন বণিকসভা এবং শিল্প প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। ওই বৈঠকে বিনিয়োগ বান্ধব নীতি, আর্থিক সহায়তা ও ইনসেন্টিভ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারী শিল্পের পাশাপাশি আলোচনায় ডাক পেয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন ন্যাসকম-ও।রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে শিল্প মহলে আশার সঞ্চার হয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন – রাজ্যে কর্মসংস্থানে নতুন দিশা, কর্মশ্রী প্রকল্পে কাজ পেলেন ৭৫ লক্ষ জবকার্ডধারী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version