Wednesday, August 27, 2025

বিনিয়োগ টানতে উদ্যোগ! শীঘ্রই ভারী শিল্পনীতি প্রণয়ন করতে চলেছে রাজ্য

Date:

রাজ্যে ভারী শিল্পে বিনিয়োগ টানতে নতুন উদ্যোগ নিচ্ছে নবান্ন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্য সরকার খুব শীঘ্রই একটি যুগোপযোগী ভারী শিল্পনীতি প্রণয়ন করতে চলেছে। শিল্প মহলের সঙ্গে পরামর্শ করেই তৈরি করা হবে এই নতুন নীতি।

বিধানসভার গত বাজেট অধিবেশনে রাজ্য সরকার ১৯৯৩ থেকে ২০১৩ সালের মধ্যে চালু হওয়া পুরনো ও অপ্রাসঙ্গিক হয়ে পড়া ৮টি ভারী শিল্প উৎসাহ প্রকল্প প্রত্যাহার করতে একটি বিল পাশ করায়। ওই বিলের উপর আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০-২৫ বছরে শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। আগে তথ্যপ্রযুক্তি নিয়ে এত চর্চা ছিল না, এখন এআই প্রযুক্তি সহ নানা নতুন দিশা যুক্ত হয়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ভাবনায় এগোতে হবে।”

এই লক্ষ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যারা এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেয়। সূত্রের খবর, সেই রিপোর্ট ইতিমধ্যেই সরকারের হাতে এসে পৌঁছেছে।

পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ১৭ এপ্রিল রাজ্য শিল্পোন্নয়ন নিগম (WBIDC) বিভিন্ন বণিকসভা এবং শিল্প প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। ওই বৈঠকে বিনিয়োগ বান্ধব নীতি, আর্থিক সহায়তা ও ইনসেন্টিভ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারী শিল্পের পাশাপাশি আলোচনায় ডাক পেয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন ন্যাসকম-ও।রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে শিল্প মহলে আশার সঞ্চার হয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন – রাজ্যে কর্মসংস্থানে নতুন দিশা, কর্মশ্রী প্রকল্পে কাজ পেলেন ৭৫ লক্ষ জবকার্ডধারী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...
Exit mobile version