বহিরাগত দুষ্কৃতীদের হামলায় সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের বহু পরিবার পাশের জেলা মালদহ বা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন। সেই ঘরছাড়া বাসিন্দাদের (run away villagers) দ্রুত ঘরে ফেরানোই রাজ্য পুলিশের প্রাথমিক কর্তৃব্য, দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিমের (Javed Shamim, ADG, Law and Order)। আর তার জন্য সবার আগে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করা আবশ্যিক বলে দাবি করেন তিনি। ইতিমধ্যেই ২০০-র বেশি গ্রেফতারি হয়েছে অশান্তির ঘটনায়। সেই সঙ্গে সোমবার সকাল থেকে সামশেরগঞ্জের (Samsherganj) বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা থেকে রাস্তায় সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই স্বাভাবিক হতে শুরু করে।

জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান (Khalilur Rahaman) দাবি করেছিলেন সোমবার সকাল থেকে ধুলিয়ান ও পার্শ্ববর্তী এলাকায় দোকানপাট খুলে বাজার স্বাভাবিক হবে। সেই মতোই সোমবার সকাল থেকে শুরু করে দোকানপাট খোলা। নির্ভয়ে পথে বেরোন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের তরফে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম (Javed Shamim, ADG) দাবি করেন, গ্রামছাড়াদের ঘরে ফেরানোই পুলিশের প্রাথমিক লক্ষ্য। ইতিমধ্যেই মালদহে আশ্রয় নেওয়া ১৯ জনকে গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। মালদহ পুলিশ নিজেরা দায়িত্ব নিয়ে তাঁদের ঘরে ফেরান বলে জানান পুলিশকর্তা।

তবে বাকি গ্রামছাড়া বাসিন্দাদেরও দ্রুত ফেরাতে তৎপর পুলিশ। আর সেই জন্যই দ্রুত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হওয়া প্রয়োজন, দাবি জাভেদ শামিমের। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার রাত পর্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা (internet service) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। তার ফলে বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ানোর কোনও গুজব (rumor) দ্রুত ছড়িয়ে পড়তে পারবে না, ঠিক যেমন বর্তমান পরিস্থিতিতে গুজব নিয়ন্ত্রণে সফল হয়েছে পুলিশ। তবে সামশেরগঞ্জে (Samsherganj) ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার প্রভাব মালদহ ও বীরভূমের কিছু এলাকার পড়েছে। এই প্রসঙ্গে জাভেদ শামিম জানান, যেহেতু মোবাইলের টাওয়ার পিন কোড অনুযায়ী হয়, ফলে একই এলাকায় ইন্টারনেট বন্ধ থাকায় প্রভাব পড়েছে একই পিন কোডের অন্তর্গত পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায়।

ইতিমধ্যেই ২০০ জনের বেশি গ্রেফতারির ঘোষণা করে এডিজি (আইনশৃঙ্খলা) দাবি করেন, এফআইআর-এর সংখ্যাও ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে তিনি দাবি করেন, যারা দোষ করেছে তাদের একজনকেও ছাড়া হবে না। পাতাল থেকে নিয়ে আসতে হলেও আনা হবে। যারা হিংসায় (violence) মদত দিয়েছেন সবাইকে ধরা হবে এবং আইনি পথে শাস্তি নিশ্চিত করা হবে। সেই সঙ্গে পুলিশ সতর্ক যাতে কোনও ভুল গ্রেফতারি না হয়। তাহলে ফের অশান্তি ছড়ানোর সম্ভাবনা থাকবে।



সোমবারও মুর্শিদাবাদের সারশেরগঞ্জে উপস্থিত রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার (Supratim Sarkar, ADG, South Bengal)। জেলা পুলিশের সঙ্গে একযোগে নজরদারি জারি রাখেন তিনি। এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। সুপ্রতিম সরকার জানান, পুলিশের পক্ষ থেকে নাইট পেট্রোলিং (night patrolling), মাইকিং ও রুট মার্চ জারি রাখা হয়েছে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে। ধুলিয়ান এবং সংলগ্ন এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি জায়গায় আমাদের বাহিনী রয়েছে এবং সিনিয়র অফিসাররা সেখানে থাকছেন। সেই সঙ্গে গ্রামছাড়াদের ঘরে ফেরা নিয়েও বিশ্বাসী রাজ্য পুলিশ। সুপ্রতিম সরকার জানান, যারা ধুলিয়ান ছেড়ে চলে গিয়েছিলেন তাদের মধ্যে ১৯ জন গতকাল রাতেই ফিরে এসেছেন। আরও ১০০ জন শীঘ্রই ফিরতে চলেছেন। যারা ফিরে আসছেন তাদের সকলের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের।


–

–

–

–
–

–
