Thursday, August 21, 2025

চাহালের ঘূর্ণি স্পিনেই শেষ নাইট রাইডার্স, ১০০ রানও করতে পারল না রাহানেরা

Date:

যুজবেন্দ্র চাহালের(Yuzvendra chahal) ঘূর্ণি স্পিনেই শেষ নাইট দাপট। পঞ্জাব কিংসকে(Punjab Kings) কম রানের মধ্যে শেষ করেও ম্যাচ জিততে পারল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। যুজবেন্দ্র চাহাল(Yuzvendra chahal) একাই তুলে নিলেন চার উইকেট। সেইসঙ্গেই শেষ পঞ্জাব কিংসের জয়ের রাস্তা প্রশস্ত। নারিন, ডিকক থেকে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা এদিন ডাহা ফেল। কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ। ১৬ রানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। ১০০ রানের গন্ডীও টপকাতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

গত ম্যাচে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। সিএসকের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসও প্রবল ছিল তাদের। পঞ্জাবের পিচেও যে বোলাররাই নাইটদের প্রধান শক্তি ছিল তা বলার অপেক্ষা রাখে না। তারা সেটা প্রমাণও করেছেন। কিন্তু ব্যাটাররাই যেন সব হিসাব শেষ করে দিল। একমাত্র অঙ্গক্রিস রঘুবংশী(Angkrish Raghubanshi) ছাড়া নাইট শিবিরের কোনও ব্যাটারই এদিন সেভাবে সফল হতে পারলেন না। তাদের দেখে বারবারই যেন মনে হচ্ছিল এই পিচকে ভয় পাচ্ছে তারা। আর তাতেই সব শেষ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। গতবার তিনিই ছিলেন নাইট রাইডার্স অধিনায়ক। কিন্তু শুরু থেকেই হর্ষিত রানার বোলিংয়ের সামনে এঁটে উঠতে পারেনি পঞ্জাব ব্যাটিং লাইনআপ। হর্ষিত একাই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। বরুণ চক্রবর্তীও ফিরিয়ে দিয়েছিলেন পঞ্জাবের জশ ইঙ্গলিস এবং গ্লেন ম্যাক্সওয়েলকে। ১১১ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।

সহজ লক্ষ্য কিন্তু শেষটা একেবারেই ভাল হল না কলকাতা নাইট রাইডার্সের। ডিকক(Quinton de kock), নারিনকে(Sunil Narine) শুরুতেই ফিরিয়ে দেন বার্টলেট এবং মার্কো য়্যানসেন। এরপরই মাঠে শুরু যুজবন্দ্র চাহালের(Yuzvendra Chahal) স্পিন জাদু। রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer) এবং রিঙ্কু সিং। এই সেরা চার ব্যাটারকেই সাজঘরে ফিরিয়ে দেন তিনি। শেষপর্যন্ত রাসেল আশা জাগালেও, য়্যানসেনের কাছে থামতে হয় তাঁকেও। ১০০ রানের গন্ডীও টপকাতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version