হিন্দুরাও সম্পত্তি দিয়েছে ওয়াকফে! নেতাজি ইনডোরে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

বিভাজন-ভাগাভাগি নয়, বাংলা জোড়ায় বিশ্বাসী। ওয়াকফ ইস্যুতে অনেকে ভাঙতে চাইছে। প্ররোচনা দিচ্ছে অশান্তির। সাম্প্রদায়িক বিভাজনের খেলায় নেমে পড়েছে অনেকে। বাংলার হিন্দু-মুসলিম সম্প্রীতি ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে। বাংলার সম্প্রীতি অটুট ছিল, অটুটই থাকবে। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অনেক হিন্দু ওয়াকফ বোর্ডে সম্পত্তি দান করেছেন। অনেক হিন্দু ওয়াকফ বোর্ডের সদস্যও। বাংলায় এভাবেই কাজ হয়। বিজেপিকে এই কথাটা স্পষ্টভাবেই জানিয়ে রাখছি।

মুখ্যমন্ত্রী এরপরই প্রশ্ন তোলেন, আইন পাশে এত তাড়াহুড়োর কী ছিল? আমাদের সাংসদরা অনেক লড়াই করেছেন এই বিল পাশের বিরোধিতায়। কেন্দ্র একতরফাভাবে আইন পাশ করিয়েছে। বিজেপি এই সংশোধনীর মাধ্যমে রাজ্যের ওয়াকফ বোর্ডের ক্ষমতা পেতে চায়। আর কত ক্ষমতা চান আপনারা? এদিনের সমাবেশে ইমাম-মোয়াজ্জেন ছাড়াও ছিলেন সনাতন ব্রাহ্মণ সমাজ থেকে শিখ সংগঠনের প্রতিনিধিরা। এভাবেই এদিন সম্প্রীতির আঙ্গিকে বলেন, রাজ্যের সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করা যাবে না।

আরও পড়ুন – বাম-বিজেপির চক্রান্ত, তারাই নানা কথা বলছে! চাকরি বাতিল প্রসঙ্গে ফের সরব মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_