Tuesday, December 16, 2025

এক মাসে রোজগার ৪০০ কোটি! মিস্টার বিস্ট এখন নিজেই ইউটিউবের বিজ্ঞাপন

Date:

চোখের সামনে যা দেখতে পাই তাকেই নতুন করে নিজের মতো করে দেখানো। তার বিশ্লেষণ। ২০১৭ সালে থেকে এভাবেই শুরু করে আমেরিকার ইউটিউবার (YouTuber) জিমি ডোনাল্ডসন এখন নিজেই একটি এন্টারপ্রাইজ। ইউটিউব (YouTube) থেকে টাকা কীভাবে রোজগার করা যায়, এমনকি কোটিপতি হওয়া যায়, কার্যত ডোনাল্ডসন এখন তারই বিজ্ঞাপন। যদিও ইউটিউবে কোথাও তাকে নিজের এই নামে পাবেন না ভিউয়াররা। সেখানে তিনি মিস্টার বিস্ট (MrBeast)।

এই নাম যে পৃথিবীর কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে তার প্রমাণ তার সাড়ে ৩৮ কোটি ফলোয়ার (follower)। যে ফলোয়ারদের জোরেই মিস্টার বিস্টের (MrBeast) বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৫০০ কোটির কাছাকাছি। অনেকের মতে তার মাসিক রোজগারই ৪০০ কোটি টাকার কাছাকাছি। যদিও তার গোটা ইউনিট চালাতে তার বিশাল খরচ। তা সত্ত্বেও সম্পত্তি পরিমাণ দেখলেই তার মাসিক রোজগার মিলিয়ে ফেলা যাবে। যে রোজগার থেকে এখন ডোনাল্ডসন ঝুঁকেছে সামাজিক কাজকর্মের দিকে। এখন নিজের সামাজিক উদ্যোগও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় করে তুলতে সফল মিস্টার বিস্ট।

তবে ইউটিউবারের তালিকায় পিছিয়ে নেই ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররাও। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হলেও ভারতীয়রা যে এই বাজারের বড় অংশ অধিকার করে রেখেছে তার প্রমাণ গৌরব চৌধুরি বা অজয় নাগর। গৌরবের কন্টেন্ট প্রথমদিকে আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে শুরু হলেও বর্তমানে তার কোনও সীমা পরিসীমা নেই। আর সেই কন্টেন্ট (content) তৈরি করেই তার সম্পদের মূল্য বর্তমানে ৩৭৬ কোটি টাকা। অজয়, যিনি ক্যারি মিনাটি নামে চ্যানেলের জন্যই খ্যাত, তার উপার্জনও তাক লাগিয়ে দেয় বিশ্বের অনেক তাবড় কন্টেন্ট ক্রিয়েটারদের।

Related articles

বরাদ্দ বন্ধের জবাব চাইবেন ১০ তৃণমূল সাংসদ: বুধে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক

অবশেষে তৃণমূল সাংসদদের দাবির কাছে নতিস্বীকারে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে টালবাহানার পরে অবশেষে তৃণমূল সাংসদদের...

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...
Exit mobile version