Friday, August 22, 2025

চোখের সামনে যা দেখতে পাই তাকেই নতুন করে নিজের মতো করে দেখানো। তার বিশ্লেষণ। ২০১৭ সালে থেকে এভাবেই শুরু করে আমেরিকার ইউটিউবার (YouTuber) জিমি ডোনাল্ডসন এখন নিজেই একটি এন্টারপ্রাইজ। ইউটিউব (YouTube) থেকে টাকা কীভাবে রোজগার করা যায়, এমনকি কোটিপতি হওয়া যায়, কার্যত ডোনাল্ডসন এখন তারই বিজ্ঞাপন। যদিও ইউটিউবে কোথাও তাকে নিজের এই নামে পাবেন না ভিউয়াররা। সেখানে তিনি মিস্টার বিস্ট (MrBeast)।

এই নাম যে পৃথিবীর কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে তার প্রমাণ তার সাড়ে ৩৮ কোটি ফলোয়ার (follower)। যে ফলোয়ারদের জোরেই মিস্টার বিস্টের (MrBeast) বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৫০০ কোটির কাছাকাছি। অনেকের মতে তার মাসিক রোজগারই ৪০০ কোটি টাকার কাছাকাছি। যদিও তার গোটা ইউনিট চালাতে তার বিশাল খরচ। তা সত্ত্বেও সম্পত্তি পরিমাণ দেখলেই তার মাসিক রোজগার মিলিয়ে ফেলা যাবে। যে রোজগার থেকে এখন ডোনাল্ডসন ঝুঁকেছে সামাজিক কাজকর্মের দিকে। এখন নিজের সামাজিক উদ্যোগও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় করে তুলতে সফল মিস্টার বিস্ট।

তবে ইউটিউবারের তালিকায় পিছিয়ে নেই ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররাও। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হলেও ভারতীয়রা যে এই বাজারের বড় অংশ অধিকার করে রেখেছে তার প্রমাণ গৌরব চৌধুরি বা অজয় নাগর। গৌরবের কন্টেন্ট প্রথমদিকে আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে শুরু হলেও বর্তমানে তার কোনও সীমা পরিসীমা নেই। আর সেই কন্টেন্ট (content) তৈরি করেই তার সম্পদের মূল্য বর্তমানে ৩৭৬ কোটি টাকা। অজয়, যিনি ক্যারি মিনাটি নামে চ্যানেলের জন্যই খ্যাত, তার উপার্জনও তাক লাগিয়ে দেয় বিশ্বের অনেক তাবড় কন্টেন্ট ক্রিয়েটারদের।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version