বারাসত জেলাশাসকের দফতরে অগ্নিকাণ্ড, নথি নষ্টের আশঙ্কা কর্মীদের

বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ বারাসতে জেলাশাসকের দফতরে অগ্নিকাণ্ডের (Barasat DM office fire incident) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন কর্তব্যরত নিরাপত্তাকর্মীরাই প্রথমে ট্রেজারির à§§ নম্বর ঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টা খানেকের প্রচেষ্টায় লোহার দরজা কেটে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একাধিক নথি এবং ল্যাপটপ পুড়ে যাওয়ায় প্রচুর তথ্য নষ্ট হয়েছে আশঙ্কা করছেন কর্মীরা।

ট্রেজারি ডিপার্টমেন্টে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর নেই, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক এডিএম (জি) মনীষ মিশ্রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি ল্যাপটপ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বেশ কিছু কাগজপত্র নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।