বাংলাকে করিডোর করে মোষ পাচার! রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

বাংলাকে করিডোর হিসাবে ব্যবহার করে প্রতিবেশী দেশে মোষ পাচার করা হচ্ছে বলে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। বিহার ও হরিয়ানা থেকে ট্রাকে করে মোষ উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে প্রতিবেশী অন্যান্য রাজ্য ও বিদেশে পাচার করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৪৫ গাড়ি করে মোষ পাচার করে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পুলিশ প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে গরু ও মোষ পাচার রুখতে রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তার সামগ্রিক তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার পুলিশ প্রশাসনের তরফে কীভাবে নজরদারি চালানো হয়েছে এবং পাচার চক্রকে ধরতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি অসমে একাধিক মোষ পাচার রুখে দিয়েছে সেখানকার পুলিশ। গোসাইগাঁও এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে দু’টি মোষ, ধরা পড়েছে পাচারকারীরাও। নাগাঁও জেলায় এক ট্রাক ভর্তি ১৪টি মোষ উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। এই ঘটনার সূত্র ধরেই স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে পুরো বিষয়টির উপর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে।