Wednesday, August 20, 2025

এইবার কি তাহলে আইবুড়ো নাম ঘুচলো বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)? এমনটাই ইঙ্গিত দিচ্ছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে বোমাটি ফাটান কুণাল। তিনি ইঙ্গিত দেন শুক্রবার রাজ্যের কোনও বর্ষীয়ান বিজেপি অবিবাহিত নেতার রেজিস্ট্রি বিবাহ হচ্ছে। তারপরেই খবর আগুনের ফুলকির মতো খবর ছড়িয়ে পড়ে।

তবে সূত্রের খবর, দিলীপের এই গাঁটছড়া বাঁধায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সংঘ পরিবার। কারণ তাদের নিয়ম অনুযায়ী, প্রচারকরা বিয়ে করেন না। এ ক্ষেত্রে দিলীপ ঘোষ বিয়ে করলে সে নিয়ম ভাঙবে। শেষ চেষ্টা হিসেবে দিল্লি থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন জে পি নাড্ডা। তবে নিজের সিদ্ধান্তে অনড় চিরকালের ‘গোঁয়ার’ বলে পরিচিত দিলীপ। নিজের বাড়িতেই তিনি রেজিস্ট্রি বিবাহ করছেন।

ইতিমধ্যেই এসে পৌঁছেছেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) মা ও ভাই। তাঁদের উপস্থিতিতেই রিঙ্কু মজুমদার নামে এক মহিলাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিচ্ছেন দিলীপ। কে এই রিঙ্কু? শোনা যাচ্ছে, বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা নেত্রী তিনি। তাঁর সঙ্গেই না কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন চিরকুমার দিলীপ। এই জল্পনা শুরু হয়েছে কুণাল ঘোষের পোস্ট থেকে। যেখানে তিনি লিখছেন,
“সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা। এটি সংবাদ প্রতিদিন-এর কনসাল্টিং এডিটরের পোস্ট হিসেবে দেখবেন।“

এখন শুক্রবারের সন্ধেয় দিলীপের জীবনে বিয়ের ফুল ফুটবে কি না তা জানতে এখন সময়ের অপেক্ষা।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version