ভারতীয় বাজারে মিলবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেঙ্গি ভ্যাকসিন! প্রদর্শনী শুরু দেশ জুড়ে 

আর মাত্র এক বছরের অপেক্ষা, আগামী বছরই ভারতবর্ষের কোটি কোটি নাগরিক পেয়ে যাবেন দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেঙ্গি ভ্যাকসিন (Dengue Vaccine)। সুখবর শোনালো আইসিএমআর (ICMR)। মঙ্গলবার কলকাতায় আইসিএমআরের প্রাক্তন মহানির্দেশক বলরাম ভার্গব (Balaram Vargav) জানান, প্যানাসিয়া বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ দীর্ঘদিন ধরে গবেষণার পর সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ‘ডেঙ্গি–অল’ (Dengue All) নামের ভ্যাকসিন তৈরি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের আশা এর ফলে সংক্রমনে ব্যাপক হারে রাশ টানা সম্ভব হবে।

সূত্রের খবর, ‘ডেঙ্গি অল’ নামের এই ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টেট্রাভ্যালেন্ট এই ভ্যাকসিনটি ডেঙ্গি ভাইরাসের চারটি স্ট্রেন (ডেন–১, ২, à§©, ৪) থেকেই সুরক্ষা দেবে। ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে ভ্রাম্যমান প্রদর্শনী। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সফল ট্রায়ালের পর তৃতীয় ধাপে দেশের ১৮টি রাজ্যের ১৯টি শহরের মোট ১০ হাজার à§©à§©à§« জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। সব ঠিক থাকলে আশা করা হচ্ছে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে এসে যাবে।