Tuesday, December 2, 2025

বাংলাদেশি চক্রের জাল পাসপোর্ট কেলেঙ্কারি! ফের ইডি হানা রাজ্যে

Date:

Share post:

নকল পাসপোর্ট তৈরির চক্রে বাংলাদেশি যোগসূত্র খুঁজে পেয়ে ফের রাজ্যে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ নদিয়ার চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছির নেতাজি বাজার শিবপুরে হানা দেন চারজন ইডি আধিকারিক ও আটজন জওয়ান। লক্ষ্য ছিল দুলাল হালদারের বাড়ি। কৃষক পরিচয়ের আড়ালে বহুমূল্য সম্পত্তির মালিক দুলালের বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে।

সূত্রের খবর, কলকাতার বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিক নামের এক বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে দুলালের নাম। অভিযোগ, আজাদের হয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার চালাতেন দুলাল। তদন্তে উঠে এসেছে, আজাদ কাঁচরাপাড়ার এক ক্যাফে থেকে জাল পাসপোর্ট ও নথি তৈরির কাজ চালাতেন। প্রতিটি পাসপোর্ট তৈরিতে ১২ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিতেন তিনি।

ইতিমধ্যেই আজাদের মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি, যেখানে চক্রের সঙ্গে তার সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের এজেন্টদের সঙ্গে আজাদের নিয়মিত যোগাযোগ ছিল।

২০২৩ সালের মাঝামাঝি ভবানীপুর থানায় প্রথম নথিভুক্ত হয় এই কেলেঙ্কারির অভিযোগ। আঞ্চলিক পাসপোর্ট দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ। এখন পর্যন্ত মোট ১৩০ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছে, যার মধ্যে ১২০ জনই বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় রাজ্য জুড়ে নড়েচড়ে বসেছে গোয়েন্দা বিভাগ। ইডি সূত্রে জানা গেছে, চক্রটি বহুমাত্রিক ও বহুস্তর বিশিষ্ট, এবং এই চক্রের জাল রাজ্যের সর্বত্র ছড়িয়ে রয়েছে। তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন – আমি ঠিক সময়ে যাব: মুর্শিদাবাদ নিয়ে জানালেন মমতা, রাজ্যপালকে অপেক্ষা করার আবেদন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...

পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

নিউ টাউনের বহুল প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের নির্মাণ এবার পূর্ণ গতিতে শুরু হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী...