Thursday, August 28, 2025

প্যারোডি বিতর্কে কুণাল কামরাকে ‘রক্ষাকবচ’ বম্বে হাইকোর্টের

Date:

কৌতুক অভিনেতা কুণাল কামরা(Kunal Kamra) তাঁর একটি শোতে একনাথ শিন্ডেকে নিয়ে বানানো প্যারোডিতে তাঁকে গদ্দার আখ্যা দিলে তাঁর নামে মামলা দায়ের করা হয় মুম্বইতে। গত বুধবার অর্থাৎ ১৬ এপ্রিল সেটারই শুনানি ছিল। এদিন বম্বে হাইকোর্ট(Highcourt) রক্ষাকবচ দিল কুণালকে। এদিন অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়ে হাইকোর্টের তরফে বলা হয়েছে এই মামলায় কুণাল কামরাকে গ্রেফতার করার প্রয়োজন নেই। শুনানিতে বলা হয়েছে, আবেদনকারীকে অর্থাৎ কুণাল কামরাকে ততদিন পর্যন্ত গ্রেফতার করা যাবে না যতদিন এই কেসের চূড়ান্ত রায় না বেরোচ্ছে। সম্পূর্ণ ঘটনা বিচার করার পর দেখা গিয়েছে গ্রেফতারির কোনও প্রসঙ্গ নেই। কেসটি ভারতীয় আইনের ৩৫ এর ৩ ধারায় মামলা করা হয়েছে তাই গ্রেফতারি অপ্রাসঙ্গিক।

প্রসঙ্গত, আগে কুণাল কামরা(Kunal Kamra) মাদ্রাজ উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেখানেও তিনি ছাড় পেয়েছিলেন। এবার বম্বে হাইকোর্টের তরফেও তাঁকে একই সুরক্ষা কবচ দেওয়া হল। উল্লেখ্য, মার্চ মাসে একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে কুণাল কামরা শিব সেনা যে দুই ভাগে বিভক্ত সেই সংক্রান্ত বিষয়ে একনাথ শিন্ডেকে কটাক্ষ করে গদ্দার বলেন। এরপরেই তাঁর বিরুদ্ধে একনাথ শিন্ডের সমর্থকরা তীব্র আক্রোশ দেখান। মহারাষ্ট্র ছাড়াও তামিল নাড়ুর একাধিক জায়গাতে তাঁর নামে মামলা দায়ের করা হয়।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version