Thursday, November 6, 2025

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের নকল করতে গিয়ে মহারাষ্ট্রে প্রতারণার রাজনীতি বিজেপির

Date:

বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কে নকল করে মহারাষ্ট্রে ‘লড়কি বহিন’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু সেটা যে শুধুই ফাঁকা ভাঁওতা তা বছর ঘুরতে না ঘুরতেই প্রমাণ হয়ে গেল। এখন বিজেপির (BJP) উপর আস্থা রাখার মূল্য চোকাতে হচ্ছে মহারাষ্ট্রের (Maharastra) মহিলাদের। প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা এক ঝটকায় হাজার টাকা কমিয়ে মাত্র ৫০০ টাকা করে দিল বিজেপির ডবল ইঞ্জিনের সরকার।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন সারাদেশে মডেল। সেই প্রকল্পের অনুকরণ করতে শুরু করেছে অন্যান্য রাজ্যও। কিন্তু বাংলার মতো নিরবচ্ছিন্নভাবে কোনও সরকারই এই প্রকল্পকে চালিয়ে যেতে পারছেন না। বাংলার দেখাদেখি মহারাষ্ট্রে বিজেপির জোট সরকার চালু করেছিল লড়কি বহিনা প্রকল্প। এই প্রকল্পে ভোটের আগে মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন এক ঝটকায় সেই ভাতা ১,০০০ টাকা কমিয়ে মাত্র ৫০০ টাকা করে দিল বিজেপির (BJP) জোট সরকার।
আরও খবর: গুড ফ্রাইডে-তে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা – অভিষেকের

মহারাষ্ট্র (Maharastra) সরকারের প্রতারণা ও মিথ্যাচারের পর্দাফাঁস করে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছে। তৃণমূলের (TMC) তরফে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এটা কি সুশাসন? এটা মহিলা ক্ষমতায়ন? একেবারেই না, এটাই হচ্ছে বিজেপির প্রতারণার রাজনীতি! ‘লাডলি বহিন’ যোজনাকে হাতিয়ার করে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছিল বিজেপি-জোট সরকার। বাজেটে সেই প্রকল্পেরই বরাদ্দ একধাক্কায় কমিয়ে দেওয়া হয় ১০ হাজার কোটি! মহারাষ্ট্রে লড়কি বহিনা প্রকল্পে ভাতা পেতে গেলে বার্ষিক আড়াই লক্ষ টাকার কম পারিবারিক আয় থাকতে হবে। সরকারি কর্মচারী বা চার চাকার গাড়ি আছে এমন পরিবারগুলি যোগ্য নয় এই পরিষেবা লাভের ক্ষেত্রে। একটি পরিবারে একজন মহিলাই এই পরিষেবা পাবেন। কিন্তু বাংলায় সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উপভোক্তার সংখ্যা ঝাড়াই-বাছাই করে ১০ থেকে ১৫ লক্ষ কমিয়েও ক্ষান্ত হলেন না, তারপর ভাতার পরিমাণও হ্রাস করে মহিলাদের চূড়ান্ত অপমান করলেন।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version