Monday, August 25, 2025

রাম মন্দিরে ভোট প্রচার, এখন গৃহস্থের ‘ঈশ্বর’ ভাঙতে বিজেপির বুলডোজার!

Date:

রাজধানীর ক্ষমতায় আসার আগে দিল্লির বস্তি এলাকার উন্নয়নের বার্তা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিশ্রুতি দিয়েছিলেন ঝুপড়ি এলাকার বাসিন্দারা নিজেদের জমিতেই পাবেন পাকা বাড়ি। অথচ দিল্লির মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তা (Rekha Gupta) আসার চার মাসের মধ্যেই নিজেদের রঙ চিনিয়ে দিল বিজেপি। ধর্মের ভেকধারীদের কল্যাণে রাজধানীর পথে পথে গড়াগড়ি খাচ্ছে ঈশ্বরের মূর্তি। যে বিজেপি রাম মন্দির (Ram Mandir) আর মহাকুম্ভ (Mahakumbh) নিয়ে গোটা বিশ্বের কাছে নিজেদের ধার্মিক প্রমাণ করে, সেই বিজেপির দিল্লিতে মূর্তিতে বুলডোজার (bulldozer) চালাতে পিছপা হল না প্রশাসন।

গত তিন চারদিন ধরে দিল্লির রামপুরা, পালামসহ বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ অভিযোগ তুলে বুলডোজার অ্যাকশন চালাচ্ছে রেখা গুপ্তা প্রশাসন। কোথাও একদিন, কোথাও তিনদিনের নোটিশে ভেঙে ফেলা হচ্ছে ঘরবাড়ি। সেখানে স্থানীয় সংবাদ মাধ্যমে ক্যামেরায় উঠে এলো চাঞ্চল্যকর ছবি।

বুলডোজারে ভেঙেছে ঘরবাড়ি। ছোট ছোট সন্তান, অসুস্থ, বয়স্কদের নিয়ে মাথা গোঁজার ঠাই খুঁজছেন দিল্লির ঝুপড়ি এলাকার বাসিন্দারা। আর সেখানেই পথের ধারে পড়ে রয়েছে তাঁদের গৃহদেবতা (idol)। কোথাও মা দুর্গা, কোথাও হনুমানের মূর্তি পড়ে রয়েছে অবহেলায়। কোনওটা রংচটা, আবার কোনওটা ভেঙে গিয়েছে বুলডোজারের (bulldozer) ধাক্কায়।

ভাঙা ঝুপড়ি এলাকা থেকে নিজেদের জিনিসপত্র সংগ্রহ করতে গেলে বাসিন্দাদের জুটছে পুলিশের লাঠি। কোনওমতে নিতান্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। আর সেখানে ভাঙাচোরা স্তূপের পাশে পড়ে থাকছে তাদের গৃহদেবতার মূর্তি। নিজেদের হিন্দু ধর্মের রক্ষক দাবি করা বিজেপি নেতারা কেউ আসছেন ঈশ্বরের সমাদরে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version