হানিমুনে সিমলা না গোয়া, প্রশ্ন শুনে লাজুক ‘দাবাং’ দিলীপ

খানিকটা লাজুক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজনীতির সব সিদ্ধান্ত নিজের মত অনুযায়ী নিলেও দাম্পত্যের সিদ্ধান্তে যে সহধর্মিনীর উপরই নির্ভর করতে চান

বরাবর ঠোঁট কাটা। রাজনীতি হোক বা সামাজিক ঘটনা। আর এবার একেবারে তাঁরই বিয়ে। পোড় খাওয়া রাজনীতিকের মতো উত্তর দিতে গিয়েও যেন ধরা পড়ে গেলেন ‘বদলে যাওয়া’ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিয়ের পরে হানিমুনে (honeymoon) যে যেতেই হবে সেটাও খোলামেলাই জানালেন। কিন্তু লাজুক হাসিতে স্পষ্ট করে দিলেন জায়গা নির্বাচনের দায়িত্ব এখন সহধর্মিনী রিঙ্কু মজুমদারেরই।

শুক্রবার একেবারে সাদামাটা ভাবে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ। স্বীকার করলেন বিয়ে করবেন এটা তিনি ভাবেননি। একদিকে সহধর্মিনী রিঙ্কুর ইচ্ছা এবং অন্যদিকে মায়ের প্রত্যাশাকে মর্যাদা দিয়েই বিয়ের সিদ্ধান্ত, জানালেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তবে এখানেও তার মুখে দায়িত্ব পালনের কথা। জানালেন, উনি (রিঙ্কু) আমাকে প্রস্তাব দিয়েছিলেন। আমি না বলেছিলাম। আমার মা মাঝখানে সেতুবন্ধ ছিলেন। তাঁর জন্য শেষ পর্যন্ত আমি হ্যাঁ করেছি। তার জন্যই শুভ পরিণয় হয়েছে। বিয়ে একটি দায়িত্ব, যেন ঠিকভাবে পালন করতে পারি। এই জন্য সবার শুভেচ্ছা চাইছি।

শুভেচ্ছা অবশ্য পেয়েছেন সকলের থেকেই। রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর বিশেষ দিনটিতে শুভেচ্ছা পাঠানোয় ধন্যবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের অভিভাবিকা। তিনি আমায় শুভেচ্ছা পাঠিয়েছেন, আমিও ধন্যবাদ জানিয়েছি।

আর যেকোনো নববিবাহিত দম্পতির কাছে প্রথম প্রশ্ন থাকে, তাঁরা হানিমুনে কোথায় যাবেন। দিলীপবাবু পাকা রাজনীতিকের মতো চটপট উত্তর দেওয়ার চেষ্টা করলেন, যেতে তো হবেই। পরস্পরকে বোঝার জন্য খানিকটা সময় চাই একান্তে বসে, বাইরে যেতে হয়। ওঁরও ইচ্ছা আছে। আমিও ভাবছি। আমার পক্ষে তো যেখানে সেখানে যাওয়া সম্ভব নয়। আমার সঙ্গে পাঁচ জন দশ জন সিকিউরিটি যায়। ইচ্ছা আছে কোথাও গিয়ে ৫ দিন ১০ দিন কাটিয়ে আসবো। আমার যাওয়ার নেই এরকম কোন জায়গা নেই। কিন্তু ওনার পছন্দ আর সময়ের বিষয়টি দেখে যাব।

তবে এই উত্তরটা দিতে গিয়ে যেন খানিকটা লাজুক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজনীতির সব সিদ্ধান্ত নিজের মত অনুযায়ী নিলেও দাম্পত্যের সিদ্ধান্তে যে সহধর্মিনীর উপরই নির্ভর করতে চান, একেবারে স্পষ্ট করে দিলেন। আপাতত সহধর্মিনী রিঙ্কু জানাচ্ছেন সিমলা বা গোয়ার মধ্যে বিবেচনা করছেন কোথায় যাবেন তাঁরা। তবে পাহাড়ই তাঁর পছন্দ সেটাও ইঙ্গিত দিলেন।