Saturday, November 8, 2025

মুর্শিদাবাদ নয়, মালদহেই রাজ্যপাল: বৃহত্তর চক্রান্তের অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসনিক কর্তাদের সেখানে যাওয়া সমীচীন, এমনটাই প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের ‘মুর্শিদাবাদ সফরে’র ক্ষেত্রেও একই অনুরোধ তিনি জানিয়েছিলেন, যাতে সেখানে নতুন করে কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়। তা সত্ত্বেও আক্রান্ত এলাকায় যাওয়া নিয়ে পরিকল্পনা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেইমতো শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) দিকে রওনা দিলেও আদতে তিনি মালদহে দেখা করেন হিংসায় আক্রান্ত পরিবারগুলির সঙ্গে। একদিকে মুখ্যমন্ত্রীর অনুরোধ রক্ষার ইঙ্গিত তাতে পাওয়া গিয়েছে। যদিও অন্যদিকে রাজ্যের শাসকদলের দাবি, বিজেপির বৃহত্তর চক্রান্তের অংশ রাজ্যপালের ‘মুর্শিদাবাদ সফর’।

শুক্রবার মালদহে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেখানে পারলালপুর বিদ্যালয়, যেখানে সামশেরগঞ্জ থেকে আশা ঘরছাড়া বাসিন্দারা আশ্রয় নিয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করেন তিনি। মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় যাওয়া নিয়ে তাঁর এখনও কোনও পরিকল্পনা নেই বলেই জানান।

মুর্শিদাবাদ নিয়ে তড়িঘড়ি রাজ্যপালের সফরকে কটাক্ষ করে রাজের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ না যেতে রাজ্যপালকে (Governor) অনুরোধ করেছিলেন। আশা করি সেই অনুরোধ রেখেই তিনিই মুর্শিদাবাদের যাননি। মালদহে গিয়েছেন। মনে হয় মালদহ থেকে দিনাজপুর, দার্জিলিং ঘোরাটাই তাঁর মূল উদ্দেশ্য।

তবে একদিকে বিজেপি নেতৃত্বদের সঙ্গে মুর্শিদাবাদের ঘরছাড়া কিছু মানুষের রাজভবন আসা এবং তারপরই রাজ্যপালের তড়িঘড়ি উপদ্রুত এলাকায় যাওয়ার পরিকল্পনা। এর থেকে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যথাসময়ে যাবেন। রাজ্যপালও (Governor) একশোবার যাবেন। শুনলেন না, গিয়েছেন। তার কারণ তাঁর রাজনৈতিক বসেরা এটাকে এই চক্রান্তের প্লটের মধ্যেই রেখেছেন। বাইরের লোকেদের হামলায় ঘটানো একটা ঘটনা। তা নিয়ে বিজেপি ইস্যু করবে। বিজেপির কমিশন আসবে। আবার রাজ্যপাল যাবেন। বাংলাকে বদনাম করা হবে। এই সব কটি এক সূত্রে গাঁথা চক্রান্ত।

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...