Wednesday, August 27, 2025

রাজ্যের চাকরিহারা শিক্ষক সমাজের জন্য আইনি পথে সুপ্রিম কোর্টে লড়াই চালাচ্ছে রাজ্য সরকার। কোনও যোগ্য ব্যক্তির চাকরি যাতে না যায়, তার জন্য একের পর পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যেই এক শ্রেণীর যোগ্য চাকরিহারা শিক্ষকদের বারবার রাজনৈতিক দলের প্ররোচনায় বিভ্রান্ত হতে দেখা গিয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে এবার চাকরিহারা শিক্ষাকর্মীরা তৃণমূল ভবন (Trinamul Bhavan) অভিযানে। সেখানেই শাসকদলের প্রশ্ন, তবে কেন সিপিএমের (CPIM) পার্টি অফিস ঘেরাও হবে না, যারা ২৬ হাজারের চাকরি বাতিলে পৈশাচিক উল্লাস করেছিল।

সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণে অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের স্কুলে কাজ চালিয়ে যেতে পারেন। তার মধ্যেই রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। যদিও যোগ্য চাকরিহারাদের (untainted teachers) দাবি তারা আর পরীক্ষায় বসবেন না। সে ক্ষেত্রে যোগ্যদের চাকরি টিকিয়ে রাখতে শীর্ষ আদালতে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শুক্রবার তৃণমূল ভবন অভিযান করেন চাকরিহারাও শিক্ষাকর্মীরা।

সিবিআই তদন্তের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে রাজ্য সরকার ও তার প্রতিটি সংস্থা আইনি পরামর্শ নিয়ে চলেছে। তাতে সহযোগিতা করছেন চাকরিহারা শিক্ষকরা। অথচ তাদের থেকে সরে এসে অন্য আন্দোলনের পথে শিক্ষাকর্মীদের একাংশ।

রাজ্য সরকারের পদক্ষেপের মাঝে এই ধরনের পদক্ষেপের সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত একটা স্বস্তি নিয়ে এসেছে। তারপরে আরও কি করা যায় তারা দেখছে। তাতে বুক ফেটে যাচ্ছে বিকাশ ভট্টাচার্য ও সিপিআইএমের। সবার চাকরি চলে যাওয়ায় তারা পৈশাচিক আনন্দ করেছিল। বিকাশবাবুর (Bikash Ranjan Bhattacharya) মামলার জন্য যে যোগ্যদের চাকরি আটকেছে তাদের বিকাশবাবুর, সিপিআইএম (CPIM) অফিস ঘেরাও করা উচিত। কিন্তু এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক ঘেরাও, পার্টি অফিস ঘেরাও রাজনীতিতে কোন লাভ হয় না।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version