Saturday, December 20, 2025

প্রোপাগান্ডা করেও এলেন না! শান্ত বেতবোনায় রাজ্যপাল যেতেই অশান্তি

Date:

Share post:

যেখানে মুর্শিদাবাদের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে, সেখানে গিয়ে নতুন করে অশান্তি তৈরির চেষ্টা জারি বিজেপির চক্রান্তকারীদের। আর সেই চক্রান্তের অংশীদার এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। ঠিক যে কারণে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিজে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে যাচ্ছেন না, সেই ছবিই শনিবার উঠে এলো রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের সময়। দুদিন ধরে সামশেরগঞ্জে (Samsherganj) রাজ্যপাল যাওয়ার প্রচার চালানো হলেও বেছে বেছে কিছু এলাকায় তিনি গেলেই শুরু হয় বিক্ষোভ। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে এলাকায় নামতে হয় সি ভি আনন্দ বোসকে।

প্রায় এক সপ্তাহের অশান্তির পরিস্থিতির পরে ক্রমশ শান্তি ফিরতে শুরু করেছে সামশেরগঞ্জ, সুতির বিভিন্ন এলাকায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ থেকে লাগাতার বিভিন্ন ঘোষণার মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। মালদহ থেকে ঘরে ফিরতে শুরু করেছেন ঘরছাড়া বাসিন্দারা। সেখানে কোনও কেন্দ্রীয় এজেন্সি বা রাজ্যপালের (Governor) মতো ব্যক্তিত্ব এই পরিস্থিতিতে যাওয়ার অর্থ নতুন করে অশান্তিতে উস্কানি দেওয়া। নতুন করে পরিস্থিতি উত্তপ্ত করা, দাবি রাজ্যের শাসকদলের। কার্যত স্পষ্ট হয়ে যায়, নিজের প্রচারের জন্য সামশেরগঞ্জে গিয়েছিলেন রাজ্যপাল বোস।

একেবারে সেই দাবিই প্রমাণিত হল শনিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস সামশেরগঞ্জ যেতে। জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে যান রাজ্যপাল। সেখান থেকে মালদহে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বাধ সাধেন বেতবোনা (Betbona) এলাকার মানুষ। তাঁরা দাবি জানাতে থাকেন রাজ্যপালকে তাঁদের গ্রামে এসে কথা বলতে হবে। কিন্তু এই গ্রাম রাজ্যপালের সিলেবাসের বাইরে ছিল। ফলে কোনওভাবেই তিনি সেখানে থামতে চাননি। অন্যদিকে গ্রামবাসীরা দাবি করেন, কেউ বা কারা তাঁদের আশ্বাস দিয়েছে রাজ্যপাল (Governor) তাঁদের সঙ্গে দেখা করবেন। তাই তাঁরাও রাজ্যপালের পথ ছাড়তে চাননি।

রাজ্যপালকে (Governor) ঘিরে সামশেরগঞ্জের (Samsherganj) বেতবোনায় প্রবল অশান্তি শুরু হয় শনিবার দুপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া হতেও পারে না পুলিশ। কারণ গ্রামবাসীরা রাজ্যপালের সঙ্গে দেখা করার ন্যায্য দাবি নিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে গ্রামে ঢোকেন। তবে সেখানেও নিজের প্রোপাগান্ড করতে ছাড়েননি সি ভি আনন্দ বোস। তিনি গ্রামবাসীদের জানান, তাঁর ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই নম্বরে গ্রামবাসীরা নিজেদের অভিযোগ জানাতে পারেন।

spot_img

Related articles

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...