Saturday, August 23, 2025

সম্পূর্ণ পরিকল্পিতভাবে কিছু লোক ঢুকিয়ে মুর্শিদাবাদে অশান্তি তৈরীর বিজেপির চেষ্টা ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু তাতে কার্যত কোনও ফায়দা তুলতে পারেনি রাজ্য বিজেপি। এবার তাদের সাহায্য করতে পাঠানো হচ্ছে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি (central agency)। শুক্রবার সেভাবেই হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপারসন। বাংলাকে বদনাম করতে বিজেপির এজেন্সি প্রয়োগকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসকদলের।

শুক্রবার মালদার পারলালপুরে আসেন জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপারসন বিজয়া রাহাতকার (Vijaya Rahatkar)। সামশেরগঞ্জ থেকে সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলির মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। তবে গোটা সময়টাই তাঁকে ঘিরে ছিলেন বিজেপির একদল উস্কানিদাতা নেত্রী।

আর সেখানেই তৃণমূলের কটাক্ষ, এটাও বিজেপির রাজনৈতিক পরিকল্পনারই অংশ। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবী করেন, মুর্শিদাবাদে পরিকল্পিত গন্ডগোল করানো হয়েছে। এই সময়ে স্বাভাবিকতা ফেরানো হচ্ছে, লোকে ঘরে ফিরছে। ক্ষতিপূরণ রাজ্য সরকার দিচ্ছে। এই সময়ে বাইরে থেকে লোক যাওয়া শুধু ছবি তোলার জন্য। ইচ্ছাকৃতভাবে খোঁচানোর জন্য, রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য কমিশনের প্রতিনিধিরা আসছেন। তাঁরা রাজনৈতিক অ্যাসাইনমেন্টে (political assignment) এসেছেন। কারণ অন্য কোনও রাজ্যে এদের দেখা যায় না।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version