ষষ্ঠ সিন্ধু জয় করে ইতিহাস গড়লেন সাঁতারু সায়নী

পূর্ব বর্ধমানের কালনার কন্যা সায়নী দাসের কৃতিত্বে আবারও গর্বিত বাংলা। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে ষষ্ঠ সমুদ্র চ্যানেল অতিক্রম করলেন তিনি। জয় করলেন জিব্রাল্টার প্রণালী। এর মাধ্যমে নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই চ্যানেল এবং কুক প্রণালীর পর আরও এক ঐতিহাসিক অধ্যায় যুক্ত হল তাঁর ঝুলিতে।

২৬ বছর বয়সি এই সাঁতারু মাত্র ৩ ঘণ্টা ৫১ মিনিটে ১৫.২ কিলোমিটার দীর্ঘ জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন। এই প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল এবং স্পেন ও মরক্কো দেশ দু’টিকে আলাদা করেছে।

সায়নীর এই কৃতিত্বের পরেই সাড়া পড়ে যায় ক্রীড়ামহলে। ভারতীয় সময় শুক্রবার রাতে তাঁর জয়ের খবর পৌঁছতেই অভিনন্দনের ঢল নামে। দেশের জাতীয় পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে আবেগে ভাসেন সায়নী। তিনি জানান, “আরও একবার জয় পেয়ে খুব ভালো লাগছে। দেশের জাতীয় পতাকাকে বিশ্বের মঞ্চে তুলে ধরতে পেরে গর্ব অনুভব করছি।”

সায়নীর পিতা ও কোচ রাধেশ্যাম দাস জানান, “এই চ্যানেল জয়ের পথে জাতীয় কোচ তপন কুমার পাণিগ্রাহীর টিপস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল সায়নীর সিন্ধু জয় অভিযান। এবার তাঁর লক্ষ্য, জাপানের সুগারু প্রণালী। সেটিও জয় করতে পারলেই পূর্ণ হবে সায়নীর ‘সপ্তসিন্ধু’ জয়ের স্বপ্ন।

আরও পড়ুন – ফের উত্তপ্ত সন্দেশখালি! তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_