Sunday, August 24, 2025

ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর- আগুন, অভিযোগের আঙ্গুল আইএসএফের দিকে

Date:

অশান্ত ভাঙড়। শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেতুলতলার ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত এলাকা। রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী শাসকদলের পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি জ্বালিয়ে দেয় বলে জানা গেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিধায়ক শওকত মোল্লার ছবিও। খবর পাওয়া মাত্রই সকালে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন বিধায়ক। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল আইএসএফের (ISF) দিকে।

ওয়াকফ বিরোধী আন্দোলনের জেরে গোটা সপ্তাহ জুড়েই নানা সময় খবরের শিরোনামে থেকেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুক্রবার রাতে পরিকল্পিতভাবে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে ঘাসফুল শিবিরের তরফে অভিযোগ উঠতে শুরু করেছে। তৃণমূল কর্মী সমর্থকরা বলছেন শুধু যে মুখ্যমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি পোড়ানো হয়েছে তাই নয়, ভিতরের আসবাবপত্রও সব ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি কার্যালয়ে থাকা একটি টিভি চুরি গেছে বলে খবর মিলেছে। নওশাদ সিদ্দিকী আইএসএফএর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। গোটা ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version