Sunday, August 24, 2025

ঘরে ফিরলেন! জাতীয় দল থেকে বাদ পড়তেই নাইট শিবিরে যোগ দিলেন নায়ার 

Date:

অবশেষে ঘরে ফিরলেন অভিষেক নায়ার। ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের পুরনো ঠিকানা, কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন তিনি। শনিবার কেকেআরের সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়— ‘ঘরে স্বাগত।’ নতুন নয়, অভিষেকের সঙ্গে নাইটদের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৮ সাল থেকে মেন্টর এবং পরে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর তত্ত্বাবধানে উঠে এসেছেন রিঙ্কু সিং, রমণদীপ সিংয়ের মতো প্রতিভাবান ক্রিকেটাররা।

গৌতম গম্ভীরের সঙ্গে অভিষেকের জুটি গত আইপিএলে কেকেআরকে ফের চ্যাম্পিয়ন করেছিল। এবার গম্ভীর টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর অভিষেকও জাতীয় দলের সঙ্গে যুক্ত হন। কিন্তু আট মাস পেরোতেই ফের নাইট শিবিরে ফিরে এলেন ‘ঘরের ছেলে’। সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে শনিবার থেকেই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি।

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে বেশ চাপে কেকেআর। সাত ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছে নাইটরা। প্লে-অফে জায়গা পাকা করতে হলে শেষ সাত ম্যাচে অন্তত পাঁচটি জিততেই হবে। তাই গুজরাট ম্যাচ কেকেআরের কাছে কার্যত ‘ডু অর ডাই’। ব্যাটারদের ধারাবাহিকতার অভাব এবং স্পিন-বান্ধব ইডেনের উইকেটকে কাজে লাগাতে নজর থাকবে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের জুটির দিকে। প্রতিপক্ষ শিবিরেও রয়েছেন রশিদ খানের মতো বিধ্বংসী স্পিনার, যার জন্য ভিডিও অ্যানালিসিসে ব্যস্ত রাহানেরা।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী, কেকেআরের প্রথম একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গুরবাজ ও মণীশ পাণ্ডেকে খেলানো হতে পারে গুজরাটের বিরুদ্ধে। পিচ নিয়েও পরিকল্পনা চূড়ান্ত—হায়দরাবাদ ম্যাচের উইকেটই চাইছে কেকেআর। অভিষেকের প্রত্যাবর্তন নতুন উদ্দীপনা জোগাবে কি না, তার উত্তর মিলবে সোমবার ইডেনের ম্যাচেই।

আরও পড়ুন – উজানযাত্রা থেকে ৪০৪৩ : ‘দুই হুজুরের গপ্পো’য় দুই সাহিত্যিকের প্রথম উপন্যাসের সাতকাহন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...
Exit mobile version