Wednesday, December 3, 2025

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুপারহিট দ্য হিটম্যান শো

Date:

Share post:

ওয়াংখেড়েতে সুপারহিট হিটম্যান(Rohit Sharma) শো। তাতেই বাজিমাত মুম্বই ইন্ডিয়ান্সের(MI)। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল মুম্বইয়ের ইন্ডিয়ান্সরা। আইপিএলের শুরু থেকে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা(Rohit Sharma)। সমালোচনা চলছিল। তাঁকে ইমপ্যাক্ট ক্রিকেটার করে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে থেকেই সমস্ত জবাবটা দিলেন হিটম্যান। তাঁর ব্যাট যেদিন চলবে, সেদিন যে কোনও বোলারের পক্ষেই এঁটে ওঠা সম্ভব নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন রোহিত শর্মা। ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচের নায়ক যে তিনি তা বলার অপেক্ষা রাখে না।

ধোনির(MS Dhoni) চেন্নাইয়ের(CSK) ১৭৬ রান তাড়া করতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা। ২৬ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন রোহিত শর্মা। আর তাতেই খানিকটা স্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। কিন্তু সেই জায়গায় রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবের পার্টনারশিপটাই চেন্নাইকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। জদেজা করেন ৫৩ রান এবং শিবম দুবে করেন ৫০ রান। চেন্নাই সুপার কিংস থামে ১৭৬ রানে।

জবাবে ব্যাট থেকে শুরু থেকেই ওয়াংখেড়েতে শুরু রোহিত ঝড়।  তিনি একাই কার্যত এদিন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিলেন। তাঁর ৭৬ রানের ইনিংলসটি সাজানো রয়েছে ৪টি চার ও ৬টি ছয় দিয়ে। ১৫.৪ বলেই ম্যাচ শেষ করে দেন হিটম্যান।

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...