Monday, January 19, 2026

সবুজ ঝড়! এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোড়ালের সমবায়ে জয় পেল তৃণমূল

Date:

Share post:

সবুজ ঝড় দ্য বোড়াল ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্কে। বিপুল জয় তৃণমূলের। প্রার্থীই খুঁজে পেল না বিরোধীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সমবায়ের ৬৯টি আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস।

১৯৩০ সালে সোনারপুর বোড়াল এলাকায় নিম্নবিত্ত শ্রেণির জন্য এই সমবায় ব্যাঙ্কটি তৈরি হয়। দীর্ঘদিন ধরে সিপিএমের দখলে ছিল এই ব্যাঙ্ক। কিন্তু মানুষের জন্য পরিষেবা ছিল সেই তিমিরেই। দীর্ঘদিন সঠিকভাবে পরিষেবা না পেয়ে মানুষ বীতশ্রদ্ধ  হয়ে পড়েছিলেন। অবশেষে নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিলেন সাধারণ মানুষ। বিনা প্রতিদ্বন্দ্বিতায়  জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১১ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৮ এপ্রিল। এই সমবায় ব্যাঙ্কের ভোটার সংখ্যা ২০,৬১৬ জন, মোট আসন ৬৯টি। বিরোধীরা প্রার্থী দিতে না পারায় রবিবারই তৃণমূল প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে এদিনই জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জয়ের পর রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর নজরুল আলি মণ্ডল বলেন, বাংলার উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বিরোধীরা কোনও প্রার্থীই খুঁজে পায়নি।  আগামী দিনে গরিব মানুষের হয়ে কাজ করবে এই সমবায় ব্যাঙ্ক। বিধায়ক ফেরদৌসী বেগম বলেন, এতদিন যাঁরা সমবায়ের দায়িত্বে ছিলেন তাঁরা  কৃষকদের কথা, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভাবেনি। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। ফলে কোনও প্রার্থীই খুঁজে পায়নি বিরোধীরা। রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উপর মানুষ ভরসা রেখেছেন। তাই এই সমবায়ে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন – মন্দির উদ্বোধনের ১০ দিন বাকি, দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পারলে বিজেপি দিল্লি সামলা: মোদির দিশাহীন সিঙ্গুর বৈঠকে ফের সুর চড়ালেন অভিষেক

সোমবার বারাসতের সভার আগেই সভার মেজাজ বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সিঙ্গুরে যে দিশাহীন...

শহরের মধ্যে জলভর্তি গভীর নালা: নয়ডায় মর্মান্তিক মৃত্যু ইঞ্জিনিয়ারের

দিল্লি সহ গোটা গাঙ্গেয় ভারতের দূষণে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এই দূষণের একটি বড় কারণ খোদ দিল্লির প্রশাসন...

অবশেষে মোদিকে মনে পড়ল ট্রাম্পের: বরফ গলার ইঙ্গিত!

সাম্প্রতিক সময়ে অনেকবার নরেন্দ্র মোদি ভাল বন্ধু, এমন কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বন্ধুত্বে যে চিড় ধরেছে সে...

শরীরচর্চা আর সম্প্রীতির মেলবন্ধন, রবিবাসরীয় কলকাতায় ‘রান ফর লাইফ’

কুয়াশাঘেরা রবিবার সকালে এক অন্যরকম উদ্দীপনার সাক্ষী থাকল সল্টলেকের রাজপথ। স্বাস্থ্য সচেতনতা, মানসিক দৃঢ়তা এবং সামাজিক সম্প্রীতির বার্তা...