Wednesday, December 3, 2025

সবুজ ঝড়! এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোড়ালের সমবায়ে জয় পেল তৃণমূল

Date:

Share post:

সবুজ ঝড় দ্য বোড়াল ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্কে। বিপুল জয় তৃণমূলের। প্রার্থীই খুঁজে পেল না বিরোধীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সমবায়ের ৬৯টি আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস।

১৯৩০ সালে সোনারপুর বোড়াল এলাকায় নিম্নবিত্ত শ্রেণির জন্য এই সমবায় ব্যাঙ্কটি তৈরি হয়। দীর্ঘদিন ধরে সিপিএমের দখলে ছিল এই ব্যাঙ্ক। কিন্তু মানুষের জন্য পরিষেবা ছিল সেই তিমিরেই। দীর্ঘদিন সঠিকভাবে পরিষেবা না পেয়ে মানুষ বীতশ্রদ্ধ  হয়ে পড়েছিলেন। অবশেষে নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিলেন সাধারণ মানুষ। বিনা প্রতিদ্বন্দ্বিতায়  জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১১ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৮ এপ্রিল। এই সমবায় ব্যাঙ্কের ভোটার সংখ্যা ২০,৬১৬ জন, মোট আসন ৬৯টি। বিরোধীরা প্রার্থী দিতে না পারায় রবিবারই তৃণমূল প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে এদিনই জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জয়ের পর রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর নজরুল আলি মণ্ডল বলেন, বাংলার উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বিরোধীরা কোনও প্রার্থীই খুঁজে পায়নি।  আগামী দিনে গরিব মানুষের হয়ে কাজ করবে এই সমবায় ব্যাঙ্ক। বিধায়ক ফেরদৌসী বেগম বলেন, এতদিন যাঁরা সমবায়ের দায়িত্বে ছিলেন তাঁরা  কৃষকদের কথা, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভাবেনি। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। ফলে কোনও প্রার্থীই খুঁজে পায়নি বিরোধীরা। রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উপর মানুষ ভরসা রেখেছেন। তাই এই সমবায়ে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন – মন্দির উদ্বোধনের ১০ দিন বাকি, দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...