Monday, August 25, 2025

টলিউডে প্রথমবার রহস্যভেদে মারাঠি অভিনেতা, আড্ডায় প্রিয়াঙ্কা, স্বর্ণায়ু

Date:

‘জওয়ান’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘সূর্যবংশী’ বা অক্ষয় কুমারের ‘সার্কাস’ ছবির অভিনেতা উমাকান্ত পাতিল এবার বাংলায় প্রিয়াঙ্কা – তথাগতর সঙ্গে করতে চলেছে জমজমাট রহস্যভেদ। বাংলা ছবির দুনিয়ায় ফের একবার জায়গা করে নিচ্ছে অন্যধারার একটি গল্প। আগামী ২৫শে এপ্রিল নিকটবর্তী সিনেমাহলে জায়গা করে নিচ্ছে স্বর্ণায়ু মৈত্রর বাংলা ছবি ‘ভামিনি’। পরিচালক হিসাবে এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ তার। বড় পর্দায় বালুরঘাটের এক অপরাধ চক্র দমন ফুটিয়ে তুলবে তিন জনের এই জুটি।

গোটা বালুরঘাট জুড়ে ছবির শুটিং হয়েছে। গত সেপ্টেম্বর শুটিং শেষ করে অবশেষে আজ ট্রেলার লঞ্চের মাধ্যমে পুরোদমে ময়দানে নেমে পড়ল টিম ‘ভামিনী’। নায়িকা সুহিতা পেশায় অধ্যাপক আর তার বাড়িতে আশ্রিতা বাহা, মুন্নি আর মেঘা। তারা সকলে মিলে ‘গমীরা’ নাচের একটি দল চালায়। আর সেই দলকে সামনে রেখে বেশ কিছু অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াই করে তারা। হঠাৎ শহরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। এর ফলে অনেক নাবালিকা ও মহিলার মৃত্যু হয়। সুহিতা আর তার দল মিলে এর বিরুদ্ধে লড়াইয়ে নামে আর সাহায্য পায় তার ‘বন্ধু’ অধ্যাপক কমলের। সেই সময় এই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়ে শহরে আসে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসার ইন্দ্র। সুহিতারা কি তবে এই চক্রের মাথার সন্ধান করতে পারবে? সুহিতার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। অধ্যাপকের ভূমিকায় থাকছেন তথাগত, পুলিশ অফিসার হলেন বলি অভিনেতা উমাকান্ত।

স্বর্ণায়ু জানান “ক্রাইম থ্রিলারের পাশাপাশি এটি মূলত নারীপ্রধান ছবি। এই ছবির মাধ্যমে প্রত্যন্ত গ্রাম, সেখানকার মানুষদের জীবনধারা এবং দিনাজপুরের লুপ্তপ্রায় সংস্কৃতি গমীরা নাচের কথা উঠে আসবে। আর এখানে প্রিয়াঙ্কা ছাড়া কাউকে সেভাবে ভাবিনি। খুব সুন্দর করে চরিত্রটি ফুটিয়ে তুলেছে ও। আমি আশাবাদী।”

ছবিটি হলে গিয়ে সকলকে দেখার অনুরোধ জানিয়েই প্রিয়াঙ্কা বলেন, ”নতুন ধরণের ছবি এটি, সকলকে অনুরোধ করবো দেখতে কারণ যে আর্ট ফর্ম একপ্রকার হারিয়ে যাচ্ছে সেটাই ক্রাইম থ্রিলারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যেটা খুব সহজ না হলেও সেখানকার মানুষ আমার জন্য এটা খুব সহজ করে তুলেছে। চরিত্রটি বুঝতে একটুও সমস্যা হয়নি কারণ এই ‘লেস পপুলার’ একটা নাচের মধ্যে যে গল্প রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার জন্য স্ক্রিপ্ট অবশ্যই বড় ভূমিকা পালন করেছে। স্ক্রিপ্ট ইস দি আলটিমেট হিরো। এছাড়া এত গুণী মানুষেরা এই ছবিতে কাজ করেছেন যে সেটাই ছবিটিকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছে”।

আরও পড়ুন – বিজেপি-আরএসএসের চক্রান্তের প্রতিবাদ! মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে ব্লকে-ব্লকে প্রচারে তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

&

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version