মহানগরীতে ফের অগ্নিকাণ্ড। পাথুরিয়াঘাটা স্ট্রিটের এক কাপড়ের গুদামে ভয়াবহ আগুন (fire broke out in a cloth warehouse on Pathuriaghata Street)। ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু। তিনজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। দমকলের দশটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। পুড়ে ছাই গোটা গুদামে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শেষ খবর পাওয়া অনুযায়ী গুদামের কুলিং প্রসেস চলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আতঙ্ক এলাকায়।

–

–

–


–

–

–

–

–

–

–
