Monday, August 25, 2025

ঘরের মাঠে হলটা কী কলকাতা নাইট রাইডার্সের(KKR)। আবারও একটা হার। এবার প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স(GT)। তাদের বিরুদ্ধেই ৩৯ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স(KKR)। আবারও একটা ব্যাটিং ব্যর্থতা। আর এই হারের সঙ্গে একাধিক প্রশ্নও উঠে গেল হয়ত। গুরবাজ সিংকে খেলানোর সিদ্ধান্ত কী সঠিক ছিল। নাকি ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সঠিক ছিল। সেই উত্তর তো অবশ্য সময়ই দেবে। তবে এই ম্যাচ হেরে যে নাইট রাইডার্স নিজেদের চাপটা অনেকটাই বাড়িয়ে নিল তা বলার অপেক্ষা রাখে না।

গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কম রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও হেরে গিয়েছিল নাইটরা। সেই থেকেই তাদের ব্যাটিং বিপর্যয় নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। এদিন ঘরের মাঠেও সেই ধারা অব্যহত। রাসেল(Andre Russell), ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer), রিঙ্কু সিংদের মতো নাম থাকলেও, কেউই সফল হতে পারেননি। অধিনায়ক রাহানে(Ajinkya Rahane) ছাড়া এদিনও নাইট ব্যাটাররা সকলেই ব্যর্থ।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্ক রাহানে। সেটাই হয়ত প্রথম ভুল ছিল। এদিন আবার কুইন্টন ডিকক-কে বাদ দিয়ে রহমনুল্লা গুরবাজকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল নাইটরা। প্রথমে বোলিং নিয়েও গুজরাটের ব্যাটারদের বিরুদ্ধে সেভাবে কিছু করতে পারেনি নাইট রাইডার্স। শুভমন গিল(Shubman Gill) এদিন দুরন্ত ফর্মে ছিল। ৫৫ বলে ৯০ রানের ইনিংস। জস বাটলারের(Jos Buttler) ২৩ বলে ৪১ রানের ঝোরো ইনংস। গুজরাট টাইটান্স করে ১৯৮ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে ২ রানের মধ্যেই প্রথম উইকেটটা হারায় কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) চেষ্টা চালালেও নারিন, ভেঙ্কটেশ আইয়ার থেকে রিঙ্কু সিংরা কোনও সাহায্যই করতে পারেননি। ৫০ রানে রাহানে যখন ফেরেন তখন নাইট রাইডার্সের রান ৯১ রানে ৪ উইকেট। রাসেল বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে স্টাম্প। নাইটদের হারটা তখন সময়ের অপেক্ষা। ১৫৯ রানেই শেষ কলকাতা নাইট রাইডার্সের ইনিংস।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version