ভারত ‘ইউনিক’ দেশ! ঐক্যই আমাদের শক্তি, শালবনিতে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী 

ভারত একটা ইউনিক দেশ। এখানে ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস সব আলাদা। কিন্তু সেই বৈচিত্রের মধ্যেই আমাদের দেশে বিরাজ করে ঐক্য। বাংলাও তার অন্যথা নয়। সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই জানিয়ে দেন, আমাদের মাথায় রাখতে হবে ঐক্যই আমাদের শক্তি। বাংলাতেও বৈচিত্র রয়েছে সবকিছুতেই। তার মধ্যেই আমাদের রাজ্যে ঐক্য বিরাজ করে। বাংলায় শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে এই একতাই আমাদের প্রধান শক্তি।

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দেন, বাংলার উত্তরণ মানেই দেশের অগ্রগতি। বাংলার দেখানো পথেই দেশ এগিয়ে যাবে। ভুললে চলবে না, দেশের মধ্যে জিডিপি বৃদ্ধিতে আমরা সেরা। জাতীয় গড়ের থেকেও আমরা এগিয়ে জিডিপিতে। বাংলায় আরও বিনিয়োগ আসছে, শিল্প ও কর্মসংস্থানে জোয়ার বইয়ে বাংলা আরও এগিয়ে যাবে, দেশকেও এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন – সমবায় নির্বাচনে জয়জয়কার: ইটাবেড়িয়ায় বাম-বিজেপিকে উড়িয়ে দিল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_