মঙ্গলের সকালে মাথায় হাত মধ্যবিত্তের। বৈশাখী বিয়ের মরসুম শুরু হতে না হতে সর্বোচ্চ দামের নজির গড়ল সোনা (Gold Price hike)। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইসহ দেশের মেট্রো সিটি গুলোতে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১০ হাজার। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম প্রায় এক লক্ষ ছাড়িয়ে গেল! রুপোর দামের গ্রাফও ক্রমশ উর্ধ্বমুখী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আগ্রাসী শুল্কনীতির জেরে বিনিয়োগকারীরা সোনা কেনার দিকে আগ্রহ বাড়াতেই চড়চড়িয়ে বাড়ছে হলুদ ধাতুর দাম। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। সোমবার বিকেলে আমেরিকার ব্যবসায়িক বাজার গত পরিসংখ্যানে এক ধাক্কায় ১.৭ শতাংশ বাড়ে সোনার (Gold) দাম। মঙ্গলের সকালে দেখা গেল দিল্লিতে চব্বিশ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১০ হাজার ১৫০ টাকা, মুম্বই-চেন্নাই এবং বেঙ্গালুরুতে ১০ হাজার ১৩৫ টাকা। কলকাতাতেও মহার্ঘ্য সোনা। মহানগরীতে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৯,২৯০ টাকা (জিএসটি ছাড়া)। অর্থাৎ মার্কেট বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যি করে ১০ গ্রাম সোনার দাম ট্যাক্স সমেত প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গেল।লাখ টাকার সোনার দাম শুনে বিয়ের মরসুম এবং অক্ষয় তৃতীয়ার আগে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

–

–

–
–

–

–

–

–


–

–
