কারাবাসের সাজা ভোগ করার মাঝেই নজরবন্দি হয়ে প্রিয় মানুষের সঙ্গে সঙ্গমের সুযোগ সংশোধনাগারের অন্দরেই (love making room in prison )! শর্ত একটাই, মিলন কক্ষের (Sex Room) দরজা বন্ধ করা যাবে না। নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। তবে এ সুযোগ এদেশে নয়, পাওয়া যাবে বিদেশে। জেলবন্দিদের দাম্পত্য অধিকারের ক্ষেত্রে যুক্ত হল নতুন এক অধ্যায়। ইটালির (Itally) একটি সংশোধনাগারের বন্দিদের যৌন মিলন কক্ষের অনুমোদন দিল সেদেশের আদালত।

বলিউড ওয়েব সিরিজের গল্পের মতো এবার জেল বন্দিদের নিজের পার্টনারের সঙ্গে শারীরিক মিলনের অনুমতি মিলল। তবে সবটাই করতে হবে সংশোধনাগারের সেক্স রুমের ভিতরে। ইটালির সাংবিধানিক আদালতের একটি রায়ে বলা হয়েছে, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীদের সঙ্গে জেলের মধ্যেই যৌন মিলনের অধিকার দেওয়া হচ্ছে বন্দিদের। সে সময় কোনও নিরাপত্তা রক্ষীরা থাকবেন না বটে, কিন্তু মিলন কক্ষের দরজা বন্ধ করা যাবে না। অনুমতিপ্রাপ্ত বন্দিরা সেই ঘরে নির্ধারিত সময়ে তাঁর স্ত্রী বা সঙ্গীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে পারেন, তার জন্য খাট -বিছানা -বালিশ এমনকি সংলগ্ন শৌচালয়ও থাকবে।ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন আগেই সংশোধনাগারে বন্দিদের দাম্পত্য সুখের ব্যবস্থা করেছিল। এবার সেই তালিকায় জুড়ে গেল ইটালির নাম। তবে গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি এবং ধর্ষক বা যৌন হেনস্থায় জড়িত বন্দিদের এই সুযোগ দেওয়া হবে না।

–

–


–


–

–

–

–

–

–
