Wednesday, August 27, 2025

ফিক্সিংয়ের অভিযোগ নস্যাৎ করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজস্থান রয়্যালসের

Date:

আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) কালো ছায়া? আবারও সেই রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) বিরুদ্ধেই! এমন খবর ছড়ানোর সঙ্গেই তীব্র প্রতিবাদ জানালো রাজস্থান রয়্যালস। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমনটাই চিঠি লিখে রাজস্থানের মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রীকে জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) তরফে। সেইসঙ্গে যেই ব্যক্তি অর্থাৎ রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর জয়দীপ বিহানির বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে কঠোর শাস্তিরও আবেদন করা হয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের(LSG) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই মাত্র ২ রানে হেরে গিয়েছিল রাজস্থান। এরপরই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলে। ইচ্ছাকৃত ভাবেই নাকি লখনউ সুপার জায়ান্টসকে ম্যাচ ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) মতো ভয়ানক অভিযোগ আনে।

এমন কথা শোনার পরই ফের ক্রিকেট মহলে নানান গুঞ্জন শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতেই রাজস্থানের মুখ্যমন্ত্রীকে চিঠি দিল রাজস্থান রয়্যালস। এই খবর যে শুধু ভুলই নয়, মানুষকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে।

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, “এমন ধরণের বিবৃতি শুধু বিভ্রান্তিকরই নয়, রাজস্থান রয়্যালস, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআইয়ের মতো সংস্থার ভাবমূর্তি নষ্ট করছে। শুধু তাই নয় ক্রিকেটের সততাও নষ্ট করছে”।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনরের বিরুদ্ধে কঠিন শাস্তিরও দাবী জানিয়েছে রাজস্থান রয়্যালস। এর আগে একবার এই ম্যাচ ফিক্সিংয়ের জন্যই দু বছর আইপিএল থেকে নির্বাসিত ছিল রাজস্থান রয়্যালস। ফের একবার তেমন অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে রাজস্থান রয়্যালস।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version