Tuesday, November 11, 2025

ফিক্সিংয়ের অভিযোগ নস্যাৎ করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজস্থান রয়্যালসের

Date:

আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) কালো ছায়া? আবারও সেই রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) বিরুদ্ধেই! এমন খবর ছড়ানোর সঙ্গেই তীব্র প্রতিবাদ জানালো রাজস্থান রয়্যালস। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমনটাই চিঠি লিখে রাজস্থানের মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রীকে জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) তরফে। সেইসঙ্গে যেই ব্যক্তি অর্থাৎ রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর জয়দীপ বিহানির বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে কঠোর শাস্তিরও আবেদন করা হয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের(LSG) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই মাত্র ২ রানে হেরে গিয়েছিল রাজস্থান। এরপরই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলে। ইচ্ছাকৃত ভাবেই নাকি লখনউ সুপার জায়ান্টসকে ম্যাচ ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) মতো ভয়ানক অভিযোগ আনে।

এমন কথা শোনার পরই ফের ক্রিকেট মহলে নানান গুঞ্জন শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতেই রাজস্থানের মুখ্যমন্ত্রীকে চিঠি দিল রাজস্থান রয়্যালস। এই খবর যে শুধু ভুলই নয়, মানুষকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে।

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, “এমন ধরণের বিবৃতি শুধু বিভ্রান্তিকরই নয়, রাজস্থান রয়্যালস, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআইয়ের মতো সংস্থার ভাবমূর্তি নষ্ট করছে। শুধু তাই নয় ক্রিকেটের সততাও নষ্ট করছে”।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনরের বিরুদ্ধে কঠিন শাস্তিরও দাবী জানিয়েছে রাজস্থান রয়্যালস। এর আগে একবার এই ম্যাচ ফিক্সিংয়ের জন্যই দু বছর আইপিএল থেকে নির্বাসিত ছিল রাজস্থান রয়্যালস। ফের একবার তেমন অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে রাজস্থান রয়্যালস।

Related articles

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...

পরিষ্কার আকাশ, তাপমাত্রা আজই নামবে ১৮-র নিচে!

রবিবার থেকেই পারদ পতনের শুরু গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা হিমেল হওয়ার সঙ্গে কমেছে বাতাসে জলীয় বাষ্পের (humidity)...

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...
Exit mobile version