শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা শেষ করার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chattopadhyay) ও বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chattopadhyay) বিবাহ বিচ্ছেদ মামলা শেষ করার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দেন অগাস্ট মাসের মধ্যে শোভন এবং রত্নার ডিভোর্সের প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে রত্নার আবেদন ভিত্তিতে বাকি পাঁচ জনেরও সাক্ষ্যগ্রহণ করতে হবে বলে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।

২০১৭ সাল ১৩ নভেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর পক্ষে তিনজন সাক্ষী দেন। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি সেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এদি রত্না আদালতের কাছে কমপক্ষে ২০ জনের সাক্ষ্যর আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। পরে সাত জনের সাক্ষ্য নেওয়ার আর্জি জানান রত্না। সেই আর্জিও খারিজ করে আলিপুর আদালত। ১০ জানুয়ারি বিচারক জানান, শুধুমাত্র সঙ্গে ওতপ্রোত ভাবে সম্পর্কিত ব্যক্তিদেরই সাক্ষ্য নেওয়া হবে।

ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) যান রত্না। ২৮ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায়ে মান্যতা দিয়ে হাই কোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ জানায়, রত্নার বাকি সাক্ষীদের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত সঠিক। এর পরেই সুপ্রিম কোর্টের তৃণমূল দ্বারস্থ হন রত্না।

সেই মামলায় এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছে আগামী ২ সপ্তাহের মধ্যে রত্না চট্টোপাধ্যায়ের পক্ষের সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ শোভন এবং রত্নার ডিভোর্সের প্রক্রিয়া অগাস্ট মাসের মধ্যে শেষ করতে হবে।