Sunday, November 16, 2025

গোয়ালতোড়ে আরও একশ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের 

Date:

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গোয়ালতোড়ে ১১২ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হয় জার্মান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে। তার ঠিক পরদিনই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও একটি ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার।

এই নতুন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬৮০ কোটি টাকা। যার মধ্যে ২০৫ কোটি টাকা দেবে রাজ্য সরকার এবং বাকি অর্থ ব্যয় করবে জার্মান অংশীদার সংস্থা। রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, “পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। তাই এই নতুন সৌর প্রকল্পে সম্মতি দেওয়া হয়েছে।”

এদিকে, আসন্ন ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন ঘিরে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ওই হাই ভোল্টেজ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ১০০-রও বেশি সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র দফতরের প্রস্তাবে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে অর্থ দফতর। মূলত যান নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে এই অতিরিক্ত জনবলের। উল্লেখ্য, এই দুই সিদ্ধান্তই রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ভূমিকা নেবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

আরও পড়ুন – বেলজিয়াম আদালতে খারিজ চোকসির জামিনের আবেদন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version