Thursday, August 21, 2025

স্টেট ইউথ লিগে অভিষেকেই চমক মার্লিন গ্রুপের

Date:

Share post:

অভিষেকেই চমক মার্লিন গ্রুপের(Merlin Group)। স্টেট ফুটবল লিগে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-কে হারাল মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়ন(Club Pavilion)। এবারই প্রথম আইএফএ আয়োজিত স্টেট ইউথ লিগে নেমেছে ক্লাব প্যাভিলিয়ন। সেখানে অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ বিভাগে খেলছে তারা। এদিন অনুর্ধ্ব-১৩ বিভাগের ম্যাচে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-র বিরুদ্ধে নেমেছিল ক্লাব প্যাভিলিয়ন। সেখানেই ২-১ গোলে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নিল মার্লিন গ্রুপের এই দলটি।

বাংলা থেকে আরও প্রতিভা তুলে আনার জন্যই মার্লিনের এবার ফুটবলের ময়দানে প্রবেশ। সেখানে শুরুটা কিন্তু বেশ চমক দিয়েই করল মার্লিন গ্রুপের(Merlin Group) দল ক্লাব প্যাভিলিয়ন। মার্লিন রাইজের মাঠেই নিজেদের ম্যাচ গুলে খেলবে ক্লাব প্যাভিলিয়ন। আইএফএর(IFA) প্রথম প্রতিযোগিতাতেই জয় দিয়ে শুরু করাটা যে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা জানান, “স্টেট ফুটবল লিগের কিছু ম্যাচ আমাদের নিজস্ব ফুটবল গ্রাউন্ডে আয়োজন করতে পারা এবং সম্মানজনক স্টেট ইয়ুথ লিগে অংশগ্রহণ করা আমাদের জন্য এক অন্যতম সুযোগ। রোনালদিনহো – আর টেন (R10) ফুটবল অ্যাকাডেমির ছাত্ররা মার্লিন প্যাভিলিয়ন ক্লাবের দলের হয়ে খেলছে। এই লিগে খেলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়বে। আমরা আশা করি আমাদের ছাত্ররা ভবিষ্যতে আইএফএ -IFA-র অন্যান্য লিগ ও চ্যাম্পিয়নশিপে এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। বাংলার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এবং জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে আমরা মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক – গড়ে তুলেছি। আমি মনে করি, এখানে প্রতিভার কোনো অভাব নেই। আমাদের যুবরাজ সিং সেন্টার ফর এক্সেলেন্সের ক্রিকেট দলও সম্প্রতি সিএবি – CAB ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে।”

শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেটেও নিজেদের দল নামিয়েছে মার্লিন গ্রুপ(Merlin Group)। ক্রীড়াক্ষেত্র থেকে আরও নতুন নতুন প্রতিভা তুলে আনাই এখন তাদের প্রধান লক্ষ্য।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...