Friday, December 5, 2025

স্টেট ইউথ লিগে অভিষেকেই চমক মার্লিন গ্রুপের

Date:

Share post:

অভিষেকেই চমক মার্লিন গ্রুপের(Merlin Group)। স্টেট ফুটবল লিগে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-কে হারাল মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়ন(Club Pavilion)। এবারই প্রথম আইএফএ আয়োজিত স্টেট ইউথ লিগে নেমেছে ক্লাব প্যাভিলিয়ন। সেখানে অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ বিভাগে খেলছে তারা। এদিন অনুর্ধ্ব-১৩ বিভাগের ম্যাচে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-র বিরুদ্ধে নেমেছিল ক্লাব প্যাভিলিয়ন। সেখানেই ২-১ গোলে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নিল মার্লিন গ্রুপের এই দলটি।

বাংলা থেকে আরও প্রতিভা তুলে আনার জন্যই মার্লিনের এবার ফুটবলের ময়দানে প্রবেশ। সেখানে শুরুটা কিন্তু বেশ চমক দিয়েই করল মার্লিন গ্রুপের(Merlin Group) দল ক্লাব প্যাভিলিয়ন। মার্লিন রাইজের মাঠেই নিজেদের ম্যাচ গুলে খেলবে ক্লাব প্যাভিলিয়ন। আইএফএর(IFA) প্রথম প্রতিযোগিতাতেই জয় দিয়ে শুরু করাটা যে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা জানান, “স্টেট ফুটবল লিগের কিছু ম্যাচ আমাদের নিজস্ব ফুটবল গ্রাউন্ডে আয়োজন করতে পারা এবং সম্মানজনক স্টেট ইয়ুথ লিগে অংশগ্রহণ করা আমাদের জন্য এক অন্যতম সুযোগ। রোনালদিনহো – আর টেন (R10) ফুটবল অ্যাকাডেমির ছাত্ররা মার্লিন প্যাভিলিয়ন ক্লাবের দলের হয়ে খেলছে। এই লিগে খেলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়বে। আমরা আশা করি আমাদের ছাত্ররা ভবিষ্যতে আইএফএ -IFA-র অন্যান্য লিগ ও চ্যাম্পিয়নশিপে এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। বাংলার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এবং জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে আমরা মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক – গড়ে তুলেছি। আমি মনে করি, এখানে প্রতিভার কোনো অভাব নেই। আমাদের যুবরাজ সিং সেন্টার ফর এক্সেলেন্সের ক্রিকেট দলও সম্প্রতি সিএবি – CAB ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে।”

শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেটেও নিজেদের দল নামিয়েছে মার্লিন গ্রুপ(Merlin Group)। ক্রীড়াক্ষেত্র থেকে আরও নতুন নতুন প্রতিভা তুলে আনাই এখন তাদের প্রধান লক্ষ্য।

spot_img

Related articles

অগ্নিদগ্ধ অভিনেতা আরিফিন শুভ! দ্রুত আরোগ্য কামনা অনুরাগীদের

শুটিং চলাকালীন ফ্লোরে শট দিতে গিয়ে আচমকাই অগ্নিদগ্ধ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ (Arifin Shuvoo)!তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসকের কাছে...

ভিন রাজ্যে ট্রফি জয় অব্যাহত ডায়মন্ডহারবারের, শুভেচ্ছা অভিষেকের

কয়েক দিনের ব্যবধানে ফের ট্রফি জিতল ডায়মন্ডহারবারএফসি( Diamond Harbour Football Club)। অসমের ডিগবয়ে বোডোউসা ট্রফি জিতেছে ডায়মন্ডহারবার (...

পাইলটদের ছুটিতে কোপ, যাত্রী সুরক্ষার সঙ্গে আপোষ DGCA-র!

ইন্ডিগোর চরম বিশৃঙ্খলার জেরে কার্যত ধসে পড়েছে বিমান পরিষেবা (Flight Service)। এবার পরিস্থিতি সামাল দিতে পাইলটদের ছুটিতে কাঁচি...

সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ব্যানারে CAA-SIR সহায়তা ক্যাম্প! তুঙ্গে রাজনৈতিক তরজা

রাম-বাম(BJP-LEFT) আঁতাতের কথা বহুবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। এবার চার চাক্ষুষ প্রমাণ মিললো হাবড়ায়। সিপিএমের...