Thursday, August 28, 2025

আসন্ন মরসুমের আগে দল গঠন নিয়ে ইস্টবেঙ্গলকে বিশেষ টিপস্ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ব্যর্থতা নিয়েই শেষ হয়েছে ইস্টবেঙ্গলের(Eastbengal) এই মরসুম। বাংলার দলের এমন পারফর্ম্যান্স হতাশ করছে মুখ্যমন্ত্রীকেও(WB Chief minister)। আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গলকে বিশেষ পরামর্শ দিলেন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ভা দল গঠন করতে হবে। সেইজন্য ভাল ফুটবলার বেছে নেওয়ারই বিশেষ পরামর্শ তাঁর। একইসঙ্গে ক্লাব এবং বিনিয়োগকারী(Investor) সংস্থা ইমামিকে একসঙ্গে এগিয়ে যাওয়ারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এবারের আইএসএল(ISL) থেকে সুপার কাপ(Super Cup)। চূড়ান্ত ব্যর্থ হয়েছে লাল-হলুদ ব্রিগেড। আইএসএলের মাঝপথ থেকেই ইস্টবেঙ্গলের ফুটবলার বাছাই নিয়ে নানান প্রশ্ন উঠে এসেছেন। হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও সেটা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীরও। এদিন ইস্টবেঙ্গলের(Eastbengal) শতবর্ষ উদযাপনের জন্য মশাল সিনেমার অনুষ্ঠানিক উদ্বোধনের মঞ্চ থেকেই ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিশেষ বার্তা।

মুখমন্ত্রী বলেন, “আমার একটা ক্ষোভ আছে। খারাপভাবে নেবেন না। এগোতে হলে ভাল খেলোয়া়ড় নিতে হবে। তারাই সব। এমনভাবে ব্যর্থ হলে সাপোর্টারদের কষ্ট হয়। সবাই করতে পারলে আপনারা কেন পারবেন না। ক্লাবের অর্গানাইজারদেরও এগিয়ে আসতে হবে। আপনারা না বললে বিনিয়োগকারীরা জানবে কীভাবে। একটা গাছ যখন প্রথম জন্মায় আমরা ব্যাড়া দিয়ে রাখি। আপনারা ১০০ বছর পার করলেন। সেখানে গৌতম দা রিসার্চ করে তা নিয়ে তথ্যচিত্র করছে। ইস্টবেঙ্গল ক্লাবের সকলকে অনুরোধ নতুন উদ্যমে শুরু করুন এবং ভাল খেলোয়াড় নিতে হবে। ভেবে চিন্তে এগোতে হবে। এখন আপনাদের লক্ষ্য হবে সেরা হওয়ার। আপনাদের জন্য ইমামি টাকা খরচ করছে। তারা সাহায্য করবেই। পুরস্কার হিসাবে চাই জয়ের পুরস্কার”।

তিনি আরও জানিয়েছেন, “প্লেয়ার অব অ্যাকশন কমিটি তৈরি করুন। যারা স্ট্র্যাটেজি তৈরি করবে। আর ছোটো ছোটো ছেলে মেয়েদের এখন থেকেই তৈরি করুন। যাতে ভবিষ্যতে আর বাইরে থেকে প্লেয়ার না আনতে হয়। বাংলার খেলোয়াড়ের অভাব নেই”।

এরপরই ইস্টবেঙ্গল ক্লাবকে উদাহরণ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসির কথা বলেন মুখ্যমন্ত্রী। টাকা খরচই শুধু নয় কেমন বুদ্ধি খাটিয়ে ডায়মন্ড হারবার দল গঠন করেছে সেই কথাই এদিন উঠে এলো তাঁর মুখে।আগামী মরসুমের জন্য ইতিমধ্যেই ইস্টবেঙ্গল দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। সেই মুহূর্তেই ইস্টবেঙ্গলকে নানান পরামর্শ মুখ্যমন্ত্রীর। বারবারই লাল-হলুদের খারাপ সময়ে পাশে তাঁকে। এদিন মঞ্চ থেকে ক্লাব কর্তাদের যেমন বার্তা দিলেন তিনি। তেমনই বিনিয়োগকারী(Investor) সংস্থা ইমামিকেও দিলেন বিশেষ পরামর্শ। আগামীর দল গঠনে এটা যে তাদের বাড়তি উদ্দীপনা যোগাবে তা বলাই বাহুল্য।

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...