‘বিশ্ববাংলা সংবাদ’-এর বিশেষ বুলেটিন শেয়ার করে আরও আক্রমণাত্মক অভিযোগ বিভুর

‘বিশ্ববাংলা সংবাদ’-এর বিশেষ বুলেটিনে খবর প্রকাশিত হয়, বৈধ পাসপোর্ট নেই বিতান অধিকারীর (Bitan Adhikari) স্ত্রী সোহিনী রায়ের (Sohini Ray)। এই বিস্ফোরক অভিযোগ করেন কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতানের দাদা বিভু অধিকারী (Bibhu Adhikari)। সেই বুলেটিন নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের পোস্টটি শেয়ার করেছেন বিভু। নিজের ফেসবুক প্রোফাইলে সেই পোস্ট শেয়ার করে আরও আক্রমণাত্মক অভিযোগ করেন বিতানের দাদা।

কী লিখেছেন তিনি?
নিজের ফেসবুক প্রোফাইলে কুণালের পোস্ট শেয়ার করে বিভু অধিকারী লেখেন, “আমার ভাই কে আমি হারালাম শুধু এই মেয়েটার জন্য..আর মা-বাবাও আসে না শুধু এই মেয়েটার জন্য…এই মেয়েটা আমাদের পরিবার শেষ করে দিয়েছে
ভাই রে যেখানেই থাক, ভালো থাক..দাদকে ভুল বুঝিস না”

বিভু জানিয়েছেন, নিজে পছন্দ করেই বিয়ে করেন বিতান। সেই সময় ভারতে থাকার নথি দেখিয়ে ছিল সোহিনীর পরিবার। সেই অনুযায়ীই রেজিস্ট্রি হয়। পরে জানা যায়, সব নথি জাল। আইনজীবী বিভু (Bibhu Adhikari) এই বিষয় নিয়ে প্রশ্ন তুললে, বাবা-মায়ের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে অভিযোগ। সেই কথাই ফের নিজের পোস্টে লিখেছেন বিভু।
আরও খবর:দীর্ঘমেয়াদি ভিসা থাকা পাকিস্তানি হিন্দুদের ভিসা বাতিলে না নয়াদিল্লির