Monday, May 19, 2025

একই বয়ানে মিথ্যা রটনা! প্ররোচনামূলক পোস্টের কড়া জবাব তৃণমূলের

Date:

Share post:

একটাই বয়ান। তা নিয়ে চলছে মিথ্যা রটনা। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেই বয়ান পোস্ট করা হচ্ছে। এই বয়ান ও প্রচারের কৌশল দেখে বাচ্চা ছেলেও বুঝবে এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।

পহেলগাঁওয়ে(Pahalgam) জঙ্গি নাশকতার হৃদয়বিদারক ঘটনাকে নিয়ে যে বা যারা গুজব(Rumors) রটাচ্ছে বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের মানসিকতা এবং সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কারা এসব করছে? এরা কি মানুষকে গাধা ভাবে? মানুষ কিছুই বুঝতে পারে না! কী উদ্দেশে এইসব বিকৃত মানসিকতার লোকেরা মিথ্যা রটনা ও গুজব ছড়াচ্ছে? অধিকাংশ ফেক অ্যাকাউন্ট থেকে এই নোংরা খেলায় নেমেছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাওয়া এক শ্রেণির মানুষ। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একই বয়ানে উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্ট করা প্ররোচনামূলক বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে সমাজ মাধ্যমে গর্জে উঠেছে তৃণমূল। সমাজে বিভেদ সৃষ্টিকারী এই ধরনের পোস্ট বর্জন করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের(TCM) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। গর্জে উঠেছেন তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্যও(Debanshu Bhattachariya)।

জম্মু ও কাশ্মীরের(Jammu & Kashmir) পহেলগাঁওয়ে(Pahalgam) পর্যটকদের উপর জঙ্গি নাশকতার পিছনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ও নিরাপত্তার গাফিলতি ছিল, তা প্রমাণিত। কেন্দ্রের পক্ষ থেকে তা শিকার করে নেওয়া হয়েছে। স্পষ্ট হয়ে গিয়েছে সেখানে কোনওরকম ধর্মীয় ভেদাভেদ করে নাশকতা চালানো হয়নি। একশ্রেণির সংবাদমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই ধরনের প্রচার চালানো হয়েছে। একইভাবে সমাজমাধ্যমেও নানাভাবে হিংসা ছড়ানোর প্ররোচনা দেওয়া হচ্ছে। এই একই বয়ানে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক প্রচার তারই নামান্তর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) আশঙ্কা করেছেন, এদের রটনায় পহেলগাঁওতে মৃতের সংখ্যা বেড়ে না যায়! কারণ সবাই পোস্ট করছেন, আমার পাড়ার একজন পহেলগাঁওয়ে হানিমুনে গিয়ে নিহত হয়েছেন। তা নিয়ে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্যও। উদ্দেশ্যপ্রণোদিত ওই পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন, সবার পাড়া থেকে একই ব্যক্তি হানিমুনে গিয়েছিলেন। এদের সবারই ‘একই বৃন্তে’ কবিতায় আপত্তি। সবার জায়গায় আপনি থাকতে পারতেন। তাহলে কি সবার অ্যাড্রেস এক! বুঝুন, কী ধরনের ষড়যন্ত্র এরা রচনা করেছে এলাকায় এলাকায় উত্তাপ ছড়াতে।

একই বয়ানে মিথ্যা রটনা। অর্থাৎ একই কথা বা বয়ান ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী একই ধরনের মিথ্যা কথা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মানুষের মধ্যে ভুল ধারণা তৈরির চক্রান্ত করছে। এটি একটি প্রতারণামূলক কৌশল, যা ব্যবহার করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ কোনও উদ্দেশ্য হাসিল করার খেলায় নেমেছে, তা বুঝতে আর বাকি নেই‌। যথা সময়ে মানুষ এদের যোগ্য জবাব দেবে।

spot_img

Related articles

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...