Wednesday, November 19, 2025

‘মেক ইন বেঙ্গল’ থেকে ‘ইনভেস্ট ইন বেঙ্গল’: শুরু চারদিনের ইন্ডাস্টেক কলকাতা, ২০২৫

Date:

Share post:

বাংলাই শিল্পস্থাপনের শ্রেষ্ঠ ঠিকানা। বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে দেশ তথা বিদেশের শিল্পপতিরা এই রাজ্যের বিনিয়োগের নতুন অনুপ্রেরণা পেয়েছেন। সেই উদ্যোগকে লক্ষ্য রেখেই এবার বাংলায় শুরু হল ইন্ডাস্টেক কলকাতা ২০২৫, যার মূল লক্ষ্য একাধিক রাজ্যকে নিয়ে প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (MSME) পথ দেখানো। শনিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল মেশিন টুলস (machine tools) ও অটোমেশন টেকনোলজির (Automation technology) উপর সেই প্রদর্শনী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনী পশ্চিমবঙ্গ সরকারের “বেঙ্গল মিনস বিজনেস” (Bengal means business) বার্তার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং “মেক ইন বেঙ্গল” ও “ইনভেস্ট ইন বেঙ্গল”–এর মত উদ্যোগকে বাস্তবায়নে সহায়তা করে। এটি জেলাভিত্তিক শিল্প বিকাশ, প্রযুক্তি গ্রহণ, ও MSME ও স্টার্টআপদের (startup) জন্য নতুন সুযোগ তৈরি করছে। প্রদর্শনীতে রয়েছে লাইভ ডেমো (live demo), প্রযুক্তিগত সেমিনার, MSME মন্ত্রকের সহায়তায় আয়োজিত ভেন্ডর ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিটস (PSU)–এর সক্রিয় অংশগ্রহণ, যারা পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আশপাশের রাজ্যগুলির ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছেন।

দ্রোণাচার্য ইভেন্টস প্রাইভেট লিমিটেড আয়োজিত এবং দেশব্যাপী বহু গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য সংস্থার সমর্থনে এই চারদিনব্যাপী শিল্প প্রদর্শনীটি পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। এতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৫০টিরও বেশি কোম্পানি মেশিন টুলস (machine tools), প্লাস্টিক ও পলিমার, রাবার ও লেদার, টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, স্টিল, ফাউন্ড্রি ও রি-রোলিং, সাধারণ ইঞ্জিনিয়ারিং এবং অটোমেশন ক্ষেত্রে তাদের প্রযুক্তি ও পণ্য উপস্থাপন করছে। শাকিল খান, কর্পোরেট কমিউনিকেশন প্রধান, দ্রোণাচার্য ইভেন্টস প্রাইভেট লিমিটেড বলেন, ইন্ডাস্টেক কলকাতা ২০২৫ কেবল একটি প্রদর্শনী নয়—এটি এক প্রতিশ্রুতি, যা নতুনত্ব, সংযোগ এবং শিল্পের নতুন দিগন্ত উন্মোচনের পথপ্রদর্শক হয়ে উঠবে।

FASII, FOSMI, CWBTA, হাওড়া, দুর্গাপুর ও আসানসোল চেম্বার অফ কমার্স, স্টিল রি-রোলিং মিল অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান চেম্বার অফ ইন্টারন্যাশনাল বিজনেস-এর মতো বহু খ্যাতনামা সংগঠনের সমর্থনে ইন্ডাস্টেক ২০২৫ এখন পূর্ব ভারতের শিল্প ভবিষ্যতের নির্মাতা এক শক্তিশালী প্ল্যাটফর্ম। শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জীব ঘোষ, ভাইস চেয়ারম্যান, FASII; সুপ্রিয় ঘোষ, প্রেসিডেন্ট, BCC&I; শৈলেশ্বর পাণ্ডা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, FASII; শাকিল খান, হেড অব কর্পোরেট কমিউনিকেশনস, দ্রোণাচার্য ইভেন্টস প্রাইভেট লিমিটেড; সুশীল পোদ্দার, প্রেসিডেন্ট, CWBTA; সন্তোষ উপাধ্যায়, প্রেসিডেন্ট, হাওড়া চেম্বার অফ কমার্স; রাজেশ আগতে, চিফ মার্কেটিং ম্যানেজার, BFW; নবনীৎ, প্রেসিডেন্ট, উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।

spot_img

Related articles

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু কাস্টমস অফিসারের

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরের বাসিন্দা সুমন দেবনাথের। গত শুক্রবার সিকিমের গোয়েচা লা ট্রেকিংয়ে যাওয়ার জন্য...

RG Kar কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তেই আস্থা! চিকিৎসকদের রক্ষাকবচের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে কলকাতা পুলিশের উপরেই পূর্ণ আস্থা রাখল সুপ্রিম কোর্ট। বুধবার...

বড় সাফল্য কলকাতা পুলিশের! ৭৯ লক্ষের সাইবার প্রতারণায় রাজকোট থেকে গ্রেফতার ৩

মোদি-রাজ্য গুজরাত থেকে সাইবার প্রতারণায় অভিযুক্ত অর্থনীতির শিক্ষক-সহ তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে...

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে...