পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় নিহত হতভাগ্যদের তালিকায় রয়েছেন বাংলার ৩ জন। মানবিকতার স্বার্থে এই পরিবারেগুলির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার নবান্নে তিনি ঘোষণা করেন, রাজ্যের তরফে নিহত তিনজনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একই সঙ্গে বাংলার শহিদ জওয়ানের পরিবারকেও ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। একই সঙ্গে পরিবারের আকজনকে চাকরিও দেওয়া হবে বলে ঘোষণা করেন মমতা। নিহত বিতান অধিকারীর বাবার সঙ্গে ১০হাজার টাকা করে পেনশন দেবে রাজ্য। একই সঙ্গে অসুস্থ মায়ের জন্য স্বাস্থ্যসাথী কার্ডও করে দেওয়া হবে। মমতা বলেন, মানবিকতার স্বার্থেই এই সিদ্ধান্ত।

মুখ্যমন্ত্রী বলেন, পহেলগামে (Pahalgam) নিহত কলকাতার বিতান অধিকারীর (Bitan Adhikari) মা-বাবার আর্থিক অবস্থা সচ্ছল নয়। সেই কারণে এই পরিবারকে বাড়তি সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, বিতানের বাবাকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়া বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হবে। পাশাপাশি বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে, তার ব্যবস্থা করে দেবে রাজ্য। মমতা জানান, ১০লক্ষ টাকা স্ত্রী ও পরিবারকে ৫লক্ষ টাকা করে ভাগ করে দেওয়া হবে।
আরও খবর: মুজাহিদিনের বাড়ি গুঁড়িয়ে দিতেই ভারতীয় সেনার বিরুদ্ধে ‘ক্ষোভ’ সন্দেহভাজন জঙ্গির বোনের!

এর সঙ্গেই কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে বাংলার শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের জন্যও আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তেহট্টের সেনার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

–

–

–
–

–
–

–

–

–
