Thursday, November 13, 2025

সমবায়ে ‘অনলাইন অডিট ব্যবস্থা’ চালু করছে রাজ্য

Date:

Share post:

আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে রাজ্য। সেইমতোই সমবায়(Cooperative) সমিতির আর্থিক লেনদেনে এবার থেকে অনলাইন অডিট ম্যানেজমেন্ট চালু করা হল। এই ব্যবস্থার মাধ্যমে সমবায় সমিতি ও ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে নজরদারি চালাতে পারবে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের ২৩ হাজার ৫৭৪টি সমবায় সমিতি ছাড়াও রাজ্য সমবায় ব্যাঙ্ক(Cooperative Bank), ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক(Urban Co-Operative Bank), প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলিকে অনলাইন অডিট ম্যানেজমেন্টের আওতায় আনা হয়েছে। এর ফলে অডিট সংক্রান্ত সমস্ত কাজকর্মে ও যাবতীয় অর্ধেক লেনদেনের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাতে পারবে রাজ্য।

সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার(Pradip Majumder) এই মর্মে জানিয়েছেন, রাজ্যের লক্ষ্য আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি করা। সমবায় সমিতি ও ব্যাঙ্কগুলিতে অডিট সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। প্রতি ব্যাঙ্ক ও সমিতিতে নিয়মিত অডিট বাধ্যতামূলক। রাজ্যের সমবায় ব্যবস্থাপনার বিস্তৃতি সুদূর প্রসারী। সেই কারণে অনলাইন ম্যানেজমেন্ট জরুরি। দীর্ঘ পর্যালোচনা করেই রাজ্যের তরফে অনলাইন অডিট ম্যানেজমেন্ট চালু করা হয়েছে। এই ব্যবস্থাপনার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘কো-অপারেটিভ সোসাইটি অডিট ম্যানেজমেন্ট সিস্টেম’।

এই ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ডাইরেক্টরেট অব কো-অপারেটিভ অডিটকে। সমগ্র ব্যবস্থাপনাটি তৈরি করেছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তাদের তৈরি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রতিটি সমবায় ইউনিটের লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। এক ক্লিকে জানা যাবে সমস্ত তথ্য। অডিট রিপোর্ট, গাইডলাইন, ব্যালেন্স সিট, সব কিছু এক লহমায় দেখা যাবে। দেখা যাবে ‘রিয়েল টাইম’ পরিসংখ্যানও। সমবায় যদি কোনও কারণে অডিট না করে, তবে অনলাইনেই সতর্কবার্তা পৌঁছে যাবে সময় মতো। নির্দিষ্ট মোবাইলেও যাবে এসএমএস আল্যার্ট। আদ্যোপান্ত থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। ফলে আর্থিক অস্বচ্ছতার ঝুঁকি কমবে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...