Saturday, December 6, 2025

অতীত থেকে শিক্ষা: আর্থিক সহায়তা স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে ভাগ করে দিল রাজ্য

Date:

Share post:

পহেলগামে জঙ্গি হামলায় নিহত এ রাজ্যের তিন পর্যটক এবং কাশ্মীরে সেনা অভিযানে শহিদ জওয়ানের পরিবারকে আর্থিক সহায়তা দেবে রাজ্য। শনিবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সহায়তা মূল্য ১০ লক্ষ টাকা। তবে সেই টাকা স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে সমান থাকে ভাগ করে দেওয়া হবে। অন্তত বিতান অধিকারীর ক্ষেত্রে এটা করবে রাজ্য। কারণ অতীত থেকে শিক্ষা।

এর আগে রাজ্য পুলিশের আধিকারিক অমিতাভ মালিক কর্তব্যরত অবস্থায় খুন হন। সেই সময় আর্থিক সাহায্য গিয়েছিল তাঁর স্ত্রী বিউটি মালিকের কাছে। কিন্তু অভিযোগ, সেই টাকা নেওয়ার পরে আর শ্বশুর-শাশুড়িকে দেখেননি বিউটি। শ্বশুরবাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন। ফলে সমস্যায় পড়ে মালিক পরিবার।

এই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে এবার ভাগ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বিশেষ করে যেখানে স্ত্রী শ্বশুরবাড়িতে থাকেন না। বিতান অধিকারী স্ত্রী ও পুত্র বৈষ্ণবঘাটায় থাকেন। তাঁর বাবা-মা থাকেন বৈশালী পার্কে কৈলাস ঘোষ রোডে। এই ঘটনার পরেই বিভিন্ন মহলে দাবি ওঠে, সরকারি সাহায্য যেন বাবা-মা ও স্ত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়।

পহেলগামে নিহত কলকাতার বিতান অধিকারীর মা-বাবার আর্থিক অবস্থা সচ্ছল নয়। সেই কারণে এই পরিবারকে বাড়তি সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, বিতানের বাবাকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়া বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হবে। পাশাপাশি বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে, তার ব্যবস্থা করে দেবে রাজ্য। মমতা জানান, ১০লক্ষ টাকা স্ত্রী ও পরিবারকে ৫লক্ষ টাকা করে ভাগ করে দেওয়া হবে। পুত্রহারা পরিবার যাতে আর্থিক সংকটে অন্তত না পড়ে তার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – কেরিয়ার বাঁচানোর জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবে জুনিয়র ডাক্তাররা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...