Monday, November 10, 2025

যত বিক্রম ভারতে! জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেশবাসীকে নাচানোয় কটাক্ষ তৃণমূলের

Date:

বারবার কেন্দ্রের একাধিক নেতা বলে চলেছেন পহেলাগামে জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা দেওয়া হবে। এদিকে প্রচার হলে শুধুই দেখা যাচ্ছে ভারতের ভিতরেই ভারতীয় সেনার (Indian Army) মহড়া। ফলাও করে প্রচার চালানো হচ্ছে জঙ্গি চিহ্নিত নাগরিকদের কাশ্মীরে অবস্থিত বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি হামলা নিয়ে কোনও কড়া পদক্ষেপই দেখা যায়নি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফে। সেখানেই তৃণমূলের প্রশ্ন, যদি সবই ভারতেই ছিল এতদিন, তাহলে এতদিন কি করছিল কেন্দ্রের সরকার।

গত চার দিনে ভারতের গোয়েন্দা বিভাগের কাছে থাকা জঙ্গিদের তালিকা ধরে ধরে খোঁজ শুরু হয়েছে। উড়িয়ে দেওয়া হয়েছে ৯ জঙ্গির (terrorist) বাড়ি। প্রচার করা হয়েছে এই বাড়িগুলিতে জঙ্গি ঘাঁটি ছিল। অথচ দেখা যাচ্ছে জঙ্গিদের বাবা-মায়েরা চরম শাস্তি, এমনকি ফাঁসিও চাইছেন জঙ্গি ছেলেদের। আর সেই সব বাড়ি উড়িয়েই কড়া পদক্ষেপের প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। আদতে এই সবই যে এতদিন ধরে ভারতেই, নরেন্দ্র মোদির (Narendra Modi) জঙ্গি-মুক্ত কাশ্মীরের বুকেই ছিল, তা স্বরাষ্ট্র মন্ত্রকেরই পদক্ষেপে স্পষ্ট।

ভারতেই ছিল জঙ্গি ঘাঁটি, আর ভারতেই ঢুকে এসে হামলা চালালো জঙ্গিরা। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রককে (MHA) তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, আজ টিভিতে গুটিকয় বাড়ি ভাঙা দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের (terrorist) আশ্রয়স্থলে কড়া ব্যবস্থা হচ্ছে। যত বিক্রম সবকটা বাড়িই তো আমাদের দেশে। সেগুলো এতদিন ছিল কী করে? স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাবো?

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version